, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

আবুধাবিতে যেভাবে কোটিপতি হলেন কেরালার শ্রমিক ব্রিতি

প্রকাশ: ২০১৮-১১-০৪ ০০:০৭:০৪ || আপডেট: ২০১৮-১১-০৪ ০০:০৭:০৪

Spread the love

আবুধাবিতে যেভাবে কোটিপতি হলেন কেরালার শ্রমিক ব্রিতি সংযুক্ত আরব আমিরাতে শ্রমিক হিসেবে গিয়ে কোটিপতি হয়ে গেলেন ভারতের দক্ষিণাঞ্চলের কেরালা প্রদেশের বাসিন্দা ব্রিতি মারকোজ। জানা গেছে, আবুধাবির বিগ টিকিট র‌্যাফেল ড্রতে ১০ লাখ আমিরাতি দিরহাম জিতেছেন তিনি। যার বাংলাদেশি মুল্যমান দুই কোটি ২৯ লাখ টাকা।

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এ লটারি অনুষ্ঠিত হয় শনিবার সকালে। আয়োজকরা বলছেন, মারকোজের নাম প্রথম পুরস্কার বিজয়ী হিসেবে ঘোষণা করা হলে আবেগে ভেঙে পড়েন তিনি।

মারকোজ বলেন, এটা আশ্চর্যজনক ব্যাপার। যদিও আমি এ ধরনের প্রত্যাশা করেছিলাম। দুবাইয়ের একটি বেসরকারি কোম্পানিতে কাজ করি। এবার ভালো কিছু করবো।

পুরস্কার বিজয়ী এই ভারতীয় টিকিট নম্বর ২০৮০১১। পুরস্কার বিজয়ী ১০ জনের মধ্যে ৯ জন ভারতীয় এবং পাকিস্তানি প্রবাসী।
এর আগে গত মাসে আবুধাবির বিগ টিকিট লটারিতে মোহাম্মদ কুনহি মায়ালা নামের এক ভারতীয় প্রবাসী ৭০ লাখ আমিরাতি দিরহাম জয়ী হন।উৎসঃ কালের কন্ঠ।

Logo-orginal