, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কক্সবাজারে জামায়াত নেতা জিএম রহিমুল্লাহর জানাযায় মানুষের ঢল

প্রকাশ: ২০১৮-১১-২১ ১১:০৩:০৪ || আপডেট: ২০১৮-১১-২১ ১২:৪২:০২

Spread the love

কক্সবাজারে জামায়াত নেতা জিএম রহিমুল্লাহর জানাযায় মানুষের ঢল
কক্সবাজারঃ জেলা সদরের ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হল জামায়াত নেতা সদর উপজেলা চেয়ারম্যান জি এম রহিমুল্লাহর ১ম জানাযা।

বুধবার (২১নভেম্বর) সকাল দশটায় অনুষ্ঠিত জানাযা ঢল নামে শোকার্ত মুসল্লীর।

কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাঁও মাঠে জমায়েত হতে থাকে মুসল্লিরা, চট্টগ্রাম শহর ও পাশের সব উপজেলার মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়।

মাওলানা আবদুল হালিমের ইমামতিতে অনুষ্ঠিত নামাজে জানাযায় আলেম-ওলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সমাজের সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

নিজ ইউনিয়ন ভারুয়াখালীতে ২য় জানাযা শেষে মরহুমকে পারিবারি কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন পারিবারিক সুত্র।
জামায়াত নেতা রহিমুল্লাহর মরদেহ দেখতে সর্বস্তরের মানুষের ভীড়" জানাযা কাল সকাল ১০টায়
শোকাহত স্বজন, সহযোদ্ধা ও কক্সবাজারবাসীকে গেছে কান্নারত।

গতকাল মঙ্গলবার (২০ নভেম্বর) কক্সবাজারের এক আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করে।

শহরের হোটেল সাগর গাঁওয়ে রাতে হ্রদয় রোগে আক্রান্ত হয়ে ঘুমন্ত অবস্থায় মারা যান সাবেক শিবির নেতা জি এম রহিমউল্লাহ ।

কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জন্মগ্রহণ করেন সাবেক জেলা শিবিরের সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের সেক্রেটারী জিএম রহিম উল্লাহ। তিনি ঐ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

Logo-orginal