admin
প্রকাশ: ২০১৮-১১-১৮ ২২:৪৪:৩৭ || আপডেট: ২০১৮-১১-১৮ ২২:৪৪:৩৭
প্রখ্যাত আলেমে দ্বীন হযরত আলহাজ্ব শাহছুপি মাওলানা হাফেজ আহমদ (রাহ.আ.) প্রকাশ শাহ সাহেব কতৃক প্রবর্তিত ১৯ দিন ব্যাপী ৪৮তম সীরতুন্নবী (সঃ) মাহফিল।
সীরাতুন্নবী(সঃ) মাহফিলের শুভ উদ্বোধন করার কথা রেয়েছে স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ড.আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দীন নদভী এমপির ।
২০ নভেম্বর ( সোমবার) বাদ আছর থেকে আনুষ্ঠানিক ভাবে ১৯দিনব্যাপী সীরতুন্নবী (সঃ) মাহফিলের কার্যক্রম শুরু হবে জানিয়েছ আয়োজক কমিটি।
ঐতিহাসিক সীরাত মাহফিলে ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হতপ দাওয়াত দিয়েছেন পরিচালনা কমিটির সদস্য শাহজাদা মাওলানা আবদুল মালেক ইবনে দিনার নাজাত ও শাহজাদা তৈয়বুল হক বেদার।
প্রসঙ্গত, চুনতীর হাকিমিয়া কামিল মাদ্রসার প্রতিষ্ঠাতাও মরহুম শাহ হাফেজ আহমদ (রহঃ)।