, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

কুয়েতে অগ্নিদগ্ধ চট্টগ্রামের আনছার আলী মারা গেছেন

প্রকাশ: ২০১৮-১১-০২ ১৩:২৯:৪০ || আপডেট: ২০১৮-১১-০২ ১৩:২৯:৪০

Spread the love

কুয়েতে অগ্নিদগ্ধ চট্টগ্রামের আনছার আলী মারা গেছেন কুয়েত সিটিঃ কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া এলাকায় শাহজালাল বাকালার গোডাউনে অগ্নিদগ্ধ চার বাংলাদেশির মধ্যে আনছার আলী নামে বাংলাদেশি মারা গেছেন।

নিহতের দেশের বাড়ি চট্টগ্রাম নগরীর বন্দর থানার ইয়াছিন্না হাটে।
জানাগেছে, অগ্নিকান্ডের রাতে তার ছোট ভাই কর্মস্থল থেকে বাসায় না আসায় বেঁচে যায় আগুনের লেলিহান শিখা থেকে ।

নিহত আনছার আলীর ছোট ভাই জালাল বলেন, একটি কোম্পানিতে ইলেকট্রিশিয়ান হিসেবে কাজ করত আনছার আলী। আমার মাথার ওপর ছাতা হিসেবে ছিলেন ১৩ বছর আমার প্রবাসজীবনে আমাকে এতটুকুও কষ্ট করতে দেয়নি।

তিনি বলেন, কৃতজ্ঞতা জানাই মীরসরাই সমিতিকে অগ্নিদগ্ধ অসহায় প্রবাসীদের বিপদে পাশে থেকে সহযোগিতা করার জন্য। আইনি প্রক্রিয়া শেষে লাশ আগামী সপ্তাহে নিয়ে যাওয়া হবে বলে জালাল জানান।

গত সোমবার (২৯ অক্টোবর) সংঘটিত অগ্নিকাণ্ডে আনছার আলীর শরীরের ৮০ শতাংশ পুড়ে যায়। মঙ্গলবার দুপুরে কুয়েতের আল সাবা হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চিকিৎসা শেষে অপর ৩ বাংলাদেশি বাসায় ফিরে জানা যায়। তারা হলেন চট্টগ্রামের মিরসরাইয়ের ধুম ইউনিয়নের সুজাউল হক, জসিম উদ্দিন, নোয়াখালী শেনবাগের ইমাম হোসেন।

Logo-orginal