, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

খাশোগির পর আরেক সৌদি সাংবাদিক নিহত

প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৯:৫৫:৫২ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৯:৫৫:৫২

Spread the love

খাশোগির পর আরেক সৌদি সাংবাদিক নিহত
খাশোগির পর আরেক সৌদি সাংবাদিক নিহত
সৌদি আরবে সাংবাদিক তুর্কি বিন আবদুল আজিজ আল-জাসর কারাগারে আটক অবস্থায় নির্যাতনের শিকার হয়ে মারা গেছেন বলে দ্য নিউ খালিজের বরাত দিয়ে জানিয়েছে মিডল ইস্ট মনিটর।

রোববার বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাত দিয়ে দ্য নিউ খালিজ জানায়, ‘কাশকুল’ নামের একটি টুইটার অ্যাকাউন্ট সৌদি কর্তৃপক্ষ ও রাজপরিবার সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের নানা রকম ঘটনা ফাঁস করে থাকে। আল-জাসর এই অ্যাকাউন্টটি চালান- এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের মার্চে আল-জাসরকে দুবাই থেকে গ্রেপ্তার করেছিল সৌদি পুলিশ। দুবাইয়ে টুইটারের আঞ্চলিক কার্যালয়ে গুপ্তচর নিয়োগের মাধ্যমে কাশকুলের অ্যাডমিন হিসেবে এই সাংবাদিককে তারা শনাক্ত করে।

গ্রেপ্তারের পর পুলিশের কাছে আটক অবস্থায়ই দিনের পর দিন নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। এই গুপ্তচররা সৌদি সাইবার আর্মির সদস্য। এই আর্মি প্রতিষ্ঠা করেছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাবেক সহযোগী সৌদ আল-কাহতানি। খবর নিউ খালিজের। সুত্রঃ এরাবিয়ান জার্নাল।

Logo-orginal