, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মা”য়ের করুন ভিডিও” আমরা কি মানুষ ?

    প্রকাশ: ২০১৮-১১-১২ ০০:১৪:০৭ || আপডেট: ২০১৮-১১-১২ ০০:২১:৪৯

    Spread the love

    </ol>  <strong>চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এক মা"য়ের করুন ভিডিও" আমরা কি
    প্রতিকী ছবি, মুল সংবাদে ভিডিওটি দেখার অনুরোধ রহিল, অসহায় মায়ের পরিচয় জানা এবং তার ছেলে-মেয়ের তথ্য বের করা জরুরী। আরটিএম নিউজ সব ধরনের সহযোগিতা করবে ইনশাআল্লাহ ।

    আরটিএমনিউজ২৪ডটকম, চট্টগ্রামঃ এই বৃদ্ধা কারো মা, কারো বোন, কারো স্বজন বা কারো স্ত্রী ছিল ? আজ তার কেউ নেই, পাশে নেই সমাজ, নেই রাষ্ট্রও । সত্যি ক্ষোভ জম্মায় এবং দুঃখ এই রাষ্ট্রের জন্য, যে রাষ্ট্র অসহায় নাগরিককে আশ্র্য় দিতে পারেনা ।
    ভিডিওটি লাখো মানুষের হ্রদয় ছুয়ে গেছে ।

    বিবেকের প্রশ্ন ? আমরা কি মানুষ ?

    পথেপথে মা- এই শিরোনামে ফেইচবুকে পরথম পোস্টটি করেন “অানম রফিকুর রশীদ” নামের একজন মানবদরদী, মুহুর্তের শেয়ার হয়ে পৌঁছে যেতে থাকে সবার নজরে ।

    অসহায় বৃদ্ধাকে নিয়ে আনম রফিকুর রশিদের পোস্টটি হুবুহু তুলে ধরা হল ।

    বৃদ্ধ মহিলাটির সাথে রাস্তার কংক্রিট গুলো মনে হয় যেন কাঁদছে আর কষ্ট পাচ্ছে। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মহিলাটি পথ চলছে, দিনরাত, কচ্ছপ গতিতে।

    গাড়িতে তুলে দিতে চাইলে উঠে না, খেতে দিলে খায় না, টাকাও নেয় না। চুপেচুপে কী যেনো জপে অার কাঁদে। প্রশ্ন করলে কী উত্তর দিলো বোঝা যায় না। তার বাড়িঘর কোথায়, কেনো তার এ অবস্থা? কেউ তা জানে না।

    ছবি তুলতে চাইলে বিরক্তিবোধ করে। তবু তুলেছি। তার পক্ষে অাবেদন করতে।

    মহিলাটির বয়স হয়েছে। এভাবে চলার শক্তি তার কাছে নেই। তবু চলছে মনের জোরে, পেছনের বস্তাটি টেনেটেনে।
    দেশে ১৮ কোটি মানুষ। বৃদ্ধাশ্রমও অাছে অনেক। কেউ হাত বাড়ালে মানবতার জয় হবে।

    আরটিএমে এই সংবাদ প্রকাশের সময় পাওয়া আপডেটঃ

    [/vide

    আমাদের আবেদনঃ সহানুভূতি অবশ্য জানাবেন, সাহায্যে অবশ্য করবেন । তবে সামজিকভাবে রুখতে হবে এই আর্তনাদ, সম্মান করতে হবে সব মা-বাবকে ।

    রুখে দিতে হবে সব কু-সন্তানদের ।

    সংগ্রহীত পৌষ্ট ।

    Logo-orginal