, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

তালেবানকে হারানো সম্ভব নয়” মার্কিন কমান্ডর

প্রকাশ: ২০১৮-১১-০৬ ১৮:৩৪:৫২ || আপডেট: ২০১৮-১১-০৬ ১৮:৩৪:৫২

Spread the love

তালেবানকে হারানো সম্ভব নয়" মার্কিন কমান্ডর
ছবি, সংগৃহীত।

নিউজ ডেস্কঃ তালেবানদের হারানো সম্ভব নয় বলে স্বীকার করলেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন শীর্ষ কমান্ডার অস্টিন স্কট মিলার। দীর্ঘ ১৭ বছর যুদ্ধের পর এমন কথাই বলছে মার্কিন বাহিনী।

২০০১ সালে অক্টোবরে আফগানিস্তানে হামলা চালিয়ে যুদ্ধের সূচনা করেছিল আমেরিকা। সেই থেকে ১৭ বছর ধরে বহু বেসামরিক মানুষকে তারা নির্বিচারে হত্যা করে।

তালেবানের সাথে যুদ্ধে জেতা সম্ভব নয় স্বীকার করে ন্যাটো ও যুক্তরাষ্ট্র বাহিনী নিয়ন্ত্রণের প্রধান এই জেনারেল এখন বলছেন, তালেবানদের সঙ্গে শান্তি আলোচনাই হতে পারে একমাত্র সমাধান।

তবে তালেবানরা এখনো শান্তি আলোচনায় সাড়া দেয়নি। রাশিয়ার গণমাধ্যম আরটির এক প্রতিবেদনে বলা হয়, শান্তি আলোচনায় বসার ব্যপারে বিস্তারিত কিছু জানায়নি তালেবান।

এর আগে তালেবান এক শীর্ষ নেতা আরটিকে জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় তারা রাজি না।

আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, সাম্প্রতিক সময়ে তালেবানদের আক্রমণ বেশ জোরালো হয়েছে। এমনকি মার্কিন বাহিনীর মতেই, আফগানিস্তারে ৪০৭টি জেলার মধ্যে অর্ধেকই মাত্র আফগান সরকারের নিয়ন্ত্রণে আছে। বাকিগুলো তালেবানদের দখলে।

পেন্টাগনের তথ্য মতে, গত আগস্ট ও সেপ্টেম্বর মাসেই তালেবান হামলায় আফগান বাহিনীর প্রায় ১ হাজার সেনা হতাহতের ঘটনা ঘটেছে। এ সংখ্যা দিন দিন বাড়ছেই।

Logo-orginal