, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

লোহাগাড়ার “জ্ঞানগৃহ উন্মুক্ত পাঠাগারে “সদস্য সংগ্রহ পক্ষ”ঘোষণা

প্রকাশ: ২০১৮-১১-১৮ ১১:৩৪:৪৮ || আপডেট: ২০১৮-১১-১৮ ১১:৩৪:৪৮

Spread the love

লোহাগাড়ার "জ্ঞানগৃহ উন্মুক্ত পাঠাগারে “সদস্য সংগ্রহ পক্ষ”ঘোষণা
লোহাগাড়াঃ চট্টগ্রামের লোহাগাড়ার চরম্বা ইউনিয়নে
উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠা ও বই পড়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্টিত সেচ্ছাসেবী সংগঠন “জ্ঞানগৃহ উন্মুক্ত পাঠাগার”র সদস্য সংগ্রহ পক্ষ ঘোষণা করা হয়েছে।

১৬ নভেম্বর ২০১৮ থেকে ৩০ নভেম্বর ২০১৮ (১৫ দিন) এ কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, একটি গ্রামে একটি পাঠাগার প্রতিষ্ঠা ও বই পড়ার সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠন টির সৃষ্টি। সে লক্ষে তারা এতদিন অনলাইনে কাজ করলেও এখন বাস্তবে বাস্তবায়ন করতে চাই। সেই কার্যক্রম বাস্তবায়নের জন্যই মূলত সদস্য সংগ্রহ করা হচ্ছে।

সংগঠনের সেক্রেটারি মোহাম্মদ জ্বিদান জানান, সকল সদস্য আবেদন থেকে বাচাই করে ৫০ জনকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করা হবে এবং তাদেরকে আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবসে বরণ করে নেওয়া হবে। সদস্য হতে আগ্রহীদের ০১৮২৪৪৭৮২৪১ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন নির্বাহী ফোরাম।
# বিজ্ঞপ্তি।

Logo-orginal