, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

ইসরাইলে ব্যাপক হামলার হুমকি দিল ফিলিস্তানী প্রতিরোধ যোদ্ধারা

প্রকাশ: ২০১৮-১১-১৪ ১১:১১:০৫ || আপডেট: ২০১৮-১১-১৪ ১১:১১:০৫

Spread the love

ইসরাইলে ব্যাপক হামলার হুমকি দিল ফিলিস্তানী প্রতিরোধ যোদ্ধারা
ছবি, সংগৃহীত।

ইসরাইলে ব্যাপক হামলার হুমকি দিল ফিলিস্তানী প্রতিরোধ যোদ্ধারা।

হামাসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সুত্রে প্রকাশ,ইহুদিবাদী ইসরাইল সম্প্রতি গাজা উপত্যকায় যে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তার অংশ হিসেবে টিভি ভবনটি ধ্বংস করা হলো।

গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় হামাসের একজন কমান্ডারসহ অন্তত ১০ জন শহীদ হয়েছেন।

ইসরাইলের হামলার জবাবে হামাস এ পর্যন্ত প্রায় ৪০০ রকেট, মর্টারের গোলা এবং ট্যাংক-বিধ্বংসী অন্তত একটি গাইডেড ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে। ইসরাইলের সামরিক অবস্থান লক্ষ্য করেও এসব রকেট হামলা চালানো হয়।

হামাসের একজন মুখপাত্র বলেছেন, ইসরাইলের গভীরে হামলা চালানোর বিষয়ে হামাসের সামরিক শাখা প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

মুখপাত্র আবু উবায়দা বলেন, “লাখ লাখ ইহুদিবাদীর বসতি আশকেলন আমাদের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসতে পারে।”

কাসসাম ব্রিগেড জানিয়েছে, আজ সকালের দিকে আশকেলনে চালানো রকেট হামলায় দুইজন ইসরাইলি নিহত ও ১৯ জন আহত হয়েছে।

Logo-orginal