, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ নিলে ব্যবস্থা: দুদক

প্রকাশ: ২০১৮-১১-০৭ ১৮:১৭:৩২ || আপডেট: ২০১৮-১১-০৭ ১৮:১৭:৩২

Spread the love

এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ নিলে ব্যবস্থা: দুদকঢাকা: ২০১৯ সালে অনুষ্ঠিতব্য মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে বাড়তি অর্থ নিলে ওইসব স্কুলে তাৎক্ষণিক অভিযান চালাবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে কোনো স্কুলে বাড়তি অর্থ নিলে দুদকের হটলাইনে (১০৬) অভিযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

বুধবার (৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, গত ৪ নভেম্বর ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগে রাজধানীর হাজারীবাগ এলাকার সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অভিযান চালায় দুদক। এই সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে দুদকের হটলাইনে অভিযোগ আসতে থাকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শত শত অভিযোগ আসছে বলে দুদক সূত্রে জানা গেছে।

দুদকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এসব অভিযোগে দেখা যায় বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের নির্ধারিত ফির চেয়ে বেশি অর্থ আদায় করছে। কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করা ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে তাদের পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।’

এসব অভিযোগ আসার পর দেশের বিভিন্ন স্কুলে অভিযান পরিচালিত হচ্ছে, দুদক ব্যবস্থা নিচ্ছে বলেও জানানো হয়েছে।

Logo-orginal