, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে বন্যার পানিতে দুইজনের মৃত্যু” মন্ত্রীর পদত্যাগ (ভিডিও)

প্রকাশ: ২০১৮-১১-১০ ১৩:৩৭:০১ || আপডেট: ২০১৮-১১-১০ ১৩:৩৭:০১

Spread the love

কুয়েতে বন্যার পানিতে দুইজনের মৃত্যু" মন্ত্রীর পদত্যাগ (ভিডিও)

কুয়েত সিটিঃ কুয়েতে প্রচুর বৃষ্টি আর দমকা হাওয়ার কবলে পড়ে দুইজন নিহতের খবর পাওয়া গেছে।

শনিবার ১০ নভেম্বর দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে।

আরবী দৈনিক রাই আল আম ও আল আনবা সুত্রে প্রকাশ নিহতদের একজন বেদুঈন ( স্টেইটলেস) অন্যজন মিশরীয় নাগরিক।

তবে নিহতদের সম্পর্কে বিস্তারিত তথ্য নিশ্চিত প্রকাশ করেনি কতৃপক্ষ।

মন্ত্রী হোসাইন আল রুমি
ছবি, সংগৃহীত।

এইদিকে কুয়েতে বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতায় দায় নিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন দেশটির স্থানীয় সরকার মন্ত্রী ইন্জনিয়ার হাসাইন আল রুমি।

গতকাল বিকালে প্রচুর বৃষ্টিপাতে ব্যাপক ক্ষতি হয়েছে তেল সমৃদ্ধ জেলা আহমদীর মানগাফ ও ফাহাহিল এলাকা।

এইদিকে বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া ও আব্বাসিয়া জলাবদ্ধতায় নিজেদের রুমে আটকা পড়েছে। ফেনীর রুবেল নামের একজন প্রবাসী আরটিএমকে জানিয়েছেন সামান্য বৃষ্টি হলেই প্রবাসীরা আটকা পড় রুমে।
এলাকাটি বসবাসের অযোগ্য বলে যোগ করেন তিনি।


গত মঙ্গলবার থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে পুরো কুয়েত জুড়ে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিহাসের সব রেকর্ডকে পিছনে ফেলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে কুয়েতে।

Logo-orginal