, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েত বিমানবন্দর এখনো চালু হয়নি’ দুবাইতে আটকা পড়েছে যাত্রী

প্রকাশ: ২০১৮-১১-১৫ ২১:০৩:৩৮ || আপডেট: ২০১৮-১১-১৫ ২১:০৪:৪৪

Spread the love

কুয়েত বিমানবন্দর এখনো চালু হয়নি' দুবাই আটকা পড়েছে যাত্রী
ছবি, এয়ারপোর্ট গোলচক্কর

বৃষ্টির পানিতে অচল হওয়া কুয়েত ইন্টারন্যাশনাল বিমানবন্দর এখনো চালু করা যায়নি । বুধবার দিবাগত রাতে প্রচুর বৃষ্টি আর খারাপ আবহাওয়ার কারণে বন্ধ করে দেওয়া হয় ।

কুয়েত সিভিল এভিভিয়েশান কতৃপক্ষ জানান খারাপ আবহাওয়ার কারণে আপাতত ফ্লাইট অপারেশান বন্ধ রাখা হয়েছে ।
তবে কতৃপক্ষ আশা প্রকাশ করেছেন দ্রুত ফ্লাইট উঠানামা চালু হবে।

বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে দেশের অভ্যন্তরে ও বাইরে বেশ কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে। কিছু কিছু ফ্লাইটের নতুন শিডিউল দেওয়া হয়েছে।

এইদিকে খালিজ টাইমস জানিয়েছে, দুবাই, আবুদাবি, শারজায় কুয়েতগামী হাজার যাত্রী আটকা পড়ে আছে ।
কুয়েত আসার জন্য অপেক্ষামান আছে ওমান, দোহা, মানামা ও জিদ্দায় ।

দেশটির সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, ভারী বর্ষণে দৃষ্টিসীমা না থাকায় দেশটির সবচেয়ে বড় সমুদ্রবন্দরের কার্যক্রম বন্ধ রয়েছে।

গত সপ্তাহ ধরে চলা ভয়াবহ বন্যায় বেশ ক্ষতিগ্রস্থ হয়ে পড়ে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।বন্যার পানিতে রাস্তাঘাট সব ডুবে যাওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার বন্যাজনিত সংকট মোকাবিলায় ব্যর্থতার দায়ে স্থানীয় সরকার মন্ত্রী হোসাইন আল রুমি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দিয়েছেন ।

Logo-orginal