, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

গাজায় মুখোমুখি সংঘর্ষে হামাস-ইসরাইল

প্রকাশ: ২০১৮-১১-১৭ ১৭:২৮:৫৩ || আপডেট: ২০১৮-১১-১৭ ১৭:২৮:৫৩

Spread the love

গাজায় মুখোমুখি সংঘর্ষে হামাস-ইসরাইল

১৯৮৮ সালে স্বাধীনতা ঘোষণার পর কেটে গেছে ত্রিশ বছর। কিন্তু ইসরাইলের অব্যাহত দখলদারিত্ব এবং ইসরাইলপন্থী পশ্চিমা দেশগুলোর কারণে এখনো কঠিন সময়ের বৃত্তেই রয়ে গেছে ফিলিস্তিন।

ইসরাইলি আগ্রাসনের মধ্যেই ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) সাথে যুক্ত সংস্থা প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিল ফিলিস্তিন রাষ্ট্র্রের স্বাধীনতা ঘোষণা করেছিল।

সেই সময় থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনিদের ভূমির বেশির ভাগই দখল করে নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনে স্বাধীনভাবে জীবন কাটাতে চেয়েছিল, এমন হাজারো মানুষ ইসরাইলি হামলায় নিহত হয়েছে, লাখ লাখ লোককে বাস্তুচ্যুত করা হয়েছে।

সে কারণে কাক্সিক্ষত সেই স্বাধীনতা অর্জন করতে হলে ফিলিস্তিনকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

১৪০টির মতো দেশ ইতোমধ্যে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে; কিন্তু ইসরাইলের অন্ধসমর্থক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স এখন পর্যন্ত দেশটিকে স্বীকৃতি দেয়নি। ইসরাইলি আগ্রাসন ও পশ্চিমাদের এমন একচোখা অবস্থানের পরও ফিলিস্তিনিরা তাদের স্বাধীন রাষ্ট্রের জন্য লড়াই চালিয়ে যাচ্ছে।

Logo-orginal