, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

ঠাকুরগাঁওয়ে পালিত হলো “শিল্পের শহর” কর্মসুচি

প্রকাশ: ২০১৮-১১-২১ ০৯:৩২:৪২ || আপডেট: ২০১৮-১১-২১ ০৯:৩২:৪২

Spread the love

ঠাকুরগাঁওয়ে পালিত হলো “শিল্পের শহর” কর্মসুচি
হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত জেলা পর্যায়ের অংশ হিসেবে ঠাকুরগাঁওয়ে “শিল্পের শহর” কর্মসুচি পালিত হয়েছে।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী’র ভাবনা ও পরিকল্পনায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে (বড় মাঠ) মঙ্গলবার (২০ নভেম্বর) বিকেলে এ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক ঠাকুরগাঁও ড. কেএম কামরুজ্জামান সেলিম।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) নূর কুতুবুল আলম,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, জেলা ক্রীড়া সংস্থার সা: সম্পাদক মাসুদুর রহমান বাবু, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন অত্র অঞ্চলের বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব মো: মোজাম্মেল হক বাবলু, বেতার শিল্পী সরলা বালা, সাইফুল আলম বাবু সহ জেলা শিল্পকলা একাডেমির শিক্ষার্থী ও প্রশিক্ষকবৃন্দ। এছাড়াও শিল্পকলা একাডেমির নৃত্য প্রশিক্ষক প্রীতি গাঙ্গুলীর তত্বাবধানে নৃত্য পরিবেশন করে শিল্পকলা একাডেমির শিশু শিক্ষার্থীরা। অনুষ্ঠানে ব্যাপক দর্শক সমাগম ঘটে।

Logo-orginal