, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

ঢাকা টেস্টঃ অবশেষে তাইজুল ইসলামের স্পিনে ঘায়েল হয়ে ফিরলেন ডোনাল্ড

প্রকাশ: ২০১৮-১১-১৩ ১১:২৩:০৫ || আপডেট: ২০১৮-১১-১৩ ১১:২৩:০৫

Spread the love

ঢাকা টেস্টঃ অবশেষে তাইজুল ইসলামের স্পিনে ঘায়েল হয়ে ফিরলেন ডোনাল্ড
ঠিকঠাকভাবে নিজেদের কাজটা করেছেন ব্যাটসম্যানরা। এবার বোলারদের পালা। শুরু থেকে চেষ্টা করছিলেন তারা। তবে সাফল্য আসছিল না। অবশেষে তাদের প্রচেষ্টা আলোর মুখ দেখল। তাইজুল ইসলামের স্পিনে ঘায়েল হয়ে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফিরলেন ডোনাল্ড তিরিপানো।

শেষ খবর পর্যন্ত ২ উইকেটে ৪০ রান করেছে জিম্বাবুয়ে। ১৭ রান নিয়ে ক্রিজে আছেন ব্রায়ান চারি। শূন্য রান নিয়ে তার নতুন সঙ্গী ব্রেন্ডন টেইলর।

আগের দিনের ১ উইকেটে ২৫ রান নিয়ে তৃতীয় দিন খেলতে নামে জিম্বাবুয়ে। ব্রায়ান চারি ১০ এবং নাইটওয়াচম্যান ডোনাল্ড তিরিপানো শূন্য রান নিয়ে খেলা শুরু করেন। এর আগে বাংলাদেশের দেয়া ৫২২ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ২০ তাইজুল ইসলামের বলে মেহেদী হাসান মিরাজকে ক্যাচ দিয়ে ফেরেন হ্যামিল্টন মাসাকাদজা।

প্রথম ইনিংসে মুশফিকুর রহিমের রেকর্ড ডাবল সেঞ্চুরি (২১৯), মুমিনুল হকের সেঞ্চুরি (১৬১) এবং মেহেদী হাসান মিরাজের ফিফটিতে (৬৮) রানের পাহাড় গড়ে বাংলাদেশ। ৭ উইকেটে ৫২২ রানে ইনিংস ঘোষণা করেন স্বাগতিক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের হয়ে ৫ উইকেট নেন কাইল জার্ভিস। উৎসঃ যুগান্তর।

Logo-orginal