, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

সৌদি আরবে বন্যায় ৩০ জনের প্রাণহানি

প্রকাশ: ২০১৮-১১-১৫ ১২:২৪:২১ || আপডেট: ২০১৮-১১-১৫ ১২:২৪:২১

Spread the love

সৌদি আরবে বন্যায় ৩০ জনের প্রাণহানি
সৌদি আরবে আকস্মিক বন্যায় গত এক মাসে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় বন্যা কবলিত এলাকা থেকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে তিন হাজার ৮৬৫ জনকে।

দেশটির কর্মকর্তারা জানান, বিগত এক মাসে দেশের বিভিন্ন স্থানে এই প্রাণহানির ঘটনা ঘটে। আক্রান্তদের অস্থায়ী আশ্রয় দেওয়া হয়েছে ২ হাজার ১ জনকে।

গতকাল বুধবার এক বিবৃতিতে সৌদি সিভিল ডিফেন্স জানায়, বন্যা ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়েছে। এই সময়ে উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৮০ জনকে।

বন্যা কবলিত এলাকাগুলোতে না যাওয়ার জন্য ও প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সৌদি নাগরিকদের আহ্বান জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স। খবর-মিডল ইস্ট মনিটর।

Logo-orginal