, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

সৌদির ১৭ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের

প্রকাশ: ২০১৮-১১-১৬ ১০:৩৯:২৯ || আপডেট: ২০১৮-১১-১৬ ১০:৩৯:২৯

Spread the love

সৌদির ১৭ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের
সাংবাদিক জামাল খাসোগি হত্যার ঘটনায় ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের বাইরে প্রতিবাদী বিক্ষোভ। ছবি: রয়টার্স

সৌদির ১৭ নাগরিকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। তুরস্কে সৌদি সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তাঁদের ওপর এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন মানচিনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য দেওয়া হয়েছে।
খাসোগি হত্যাকাণ্ডের পর স্থানীয় সময় বৃহস্পতিবার এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নিল ট্রাম্প সরকার।

নিষিদ্ধ ওই ব্যক্তিদের মধ্যে রয়েছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাবেক উপদেষ্টা সৌদ আল-কাহতানি ও সৌদি কনসাল জেনারেল মোহাম্মেদ আলোতাইবি।

এসব ব্যক্তিদের ওপর ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, তা এখনো খোলাসা করা হয়নি।

এক বিবৃতিতে স্টিভেন মানচিন বলেন, ‘এই নিষেধাজ্ঞার ফলে খাসোগি হত্যাকাণ্ডে জড়িতরা যুক্তরাষ্ট্রে বসবাস করা এবং কাজ করার ক্ষেত্রে বিপাকে পড়বেন।’ ট্রাম্প সরকারের এই মন্ত্রী বলেন, সৌদি সরকারের খাসোগির মতো এমন হত্যাকাণ্ড বন্ধে পদক্ষেপ নিতে হবে। উৎসঃ প্রথম আলো।

Logo-orginal