, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ইরানকে টার্গেট করলে উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে দেয়া হবেনা

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২০:৪৯:৫৫ || আপডেট: ২০১৮-১২-০৪ ২০:৪৯:৫৫

Spread the love

ইরানকে টার্গেট করলে উপসাগর দিয়ে তেল রপ্তানি করতে দেয়া হবেনা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের তেল রপ্তানি বন্ধ করতে সক্ষম হবে না আমেরিকা। তিনি আরো বলেন, তার দেশের তেল রপ্তানিকে যদি আমেরিকা টার্গেট করে তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি করতে দেয়া হবে না।

হাসান রুহানি বলেন, “আমেরিকা জানা উচিত যে, আমরা তেল বিক্রি করছি এবং আমাদের তেল বিক্রি অব্যাহত থাকবে; তারা আমাদের তেল রপ্তানি বন্ধ করতে পারবে না। আমেরিকার আরো জানা উচিত যদি- তারা কোনোদিন ইরানের তেল রপ্তানি বন্ধের উদ্যোগ নেয় তাহলে পারস্য উপসাগর দিয়ে কোনো তেল রপ্তানি হবে না।”

আজ (মঙ্গলবার) সেমনান প্রদেশের শাহরুদ শহরে এক জনসমাবেশে প্রেসিডেন্ট হাসান রুহানি এসব কথা বলেন। তিনি বলেন, ইরানের তেল বিক্রি বন্ধ করার ঘোষণা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে আমেরিকা। তারা ইরানের তেল রপ্তানি বন্ধ করতে গিয়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়েছে। মহান ইরানি জাতি সবক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে বিজয়ী হয়েছে বলেও মন্তব্য করেন।#পার্সটুডে।

Logo-orginal