, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

বিরামপুরে নাশকতা মামলায় আটক ৮ জামায়াত-শিবির কর্মীকে জেেলে প্রেরণ

প্রকাশ: ২০১৮-১২-০৬ ২৩:২৬:১৭ || আপডেট: ২০১৮-১২-০৬ ২৩:২৬:১৭

Spread the love

বিরামপুরে নাশকতা মামলায় আটক ৮ জামায়াত-শিবির কর্মীকে জেেলে প্রেরণ
ফাইল ছবি,

দিনাজপুরের বিরামপুর উপজেলার নাশকতা মামলার আসামী ৮ জামায়াত-শিবির কর্মীর জামিন নাকচ করে বিচারক সকলকে জেল হাজতে প্রেরণ করেছেন।

বৃহস্পতিবার দুপুর ২টায় দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মোঃ লুৎফর রহমানের আদালতে নাশকতা মামলার পলাতক ৮ আসামী জামায়াত-শিবির কর্মী আত্মসমর্পন করে জামিনের আবেদন করলে বিচারক তা নাকচ করার আদেশ দেন। বিকেলে আটক ৮ জামায়াত-শিবির কর্মীদের কড়া পুলিশ প্রহরায় জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হচ্ছেন বিরামপুর উপজেলার ঘাটপাড়ের জামায়াত কর্মী শামসুল হক (৪৮), মেহেদুল ইসলাম (৩৫), জহুরুল ইসলাম (৩৮), জিন্নাত আলী (৪২) এবং শিবির কর্মী শিবপুরের মজনু মিয়া (৩০), মুক্তার হোসেন (২৮), মানিক মিয়া (২৭) ও কবিরুল ইসলাম (২৫)।

উল্লেখ্য, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারী রাত ৯টায় জেলার বিরামপুর উপজেলার পুরাতন বাজারে ধান বোঝাই ১টি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগে ধান ও ট্রাকের ব্যাপক ক্ষতিসাধন করা হয়েছে এমন অভিযোগ এনে ওই রাতেই ট্রাকের চালক আব্দুর রহমান বাদী হয়ে বিরামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘ দেড়বছর তদন্ত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ফেরদৌস আলী ৪২ জন জামায়াত-শিবির ও বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেন।

Logo-orginal