, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

বেগম খালেদা জিয়া’ আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে চবি ছাত্রলীগ

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২৩:৫৬:২২ || আপডেট: ২০১৮-১২-০৪ ২৩:৫৭:৪০

Spread the love

বেগম খালেদা জিয়া’ আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া’ আবাসিক হলের নাম ফলক ভেঙ্গে দিয়েছে ছাত্রলীগের নেতা কর্মীরা।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) হলের প্রবেশদ্বারে থাকা স্টিলের নাম ফলক রড দিয়ে খুঁচিয়ে তুলে ফেলে তারা। হল সড়কে থাকা পথ নির্দেশিকা থেকেও খালেদার জিয়ার নাম কালো কালি দিয়ে মুছে দেয়া হয়েছে। ২০০৬ সালে ৫০০ আবাসন ব্যবস্থা নিয়ে উদ্বোধন হয় বিশ‌্ববিদ্যালয়ের ছাত্রীদের এ হলটি। খবর দৈনিক ইনকিলাবের ।

ছাত্রলীগ নেতাকর্মীরা বীর প্রতীক তারামন বিবির নামে হলটির পুনরায় নামকরণ করার দাবি জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের অভিযোগ, আদালত কর্তৃক এতিমদের অর্থ আত্মসাৎকারী দন্ডপ্রাপ্ত আসামী ও যার মদদে একুশ আগস্ট গ্রেনেড হামলা সংগঠিত হয়েছিল এমন ব্যক্তির নামে চট্টগ্রাম বিশ‌্ববিদ্যালয়ের মত সর্বোচ্চ বিদ্যাপীঠে কোন স্থাপনা থাকতে পারে না।

এটা বাঙালি জাতি হিসেবে লজ্জাজনক। ছাত্রলীগের পক্ষ থেকে বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে এই স্থাপনার নাম পরিবর্তনের জন্য জোর দাবি জানানো হয়। এ সময় বীর প্রতীক তারামন বিবির নামে হলটির পুনরায় নামকরণ করার দাবি জানান।

এ বিষয়ে প্রক্টর প্রফেসর মোহাম্মদ আলী আজগর চৌধুরী ইনকিলাবকে বলেন, এভাবে মুখে মুখে বললেই হলের নাম পরিবর্তন হয়ে যায় না। তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি পেশ করলে বিশ‌্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেটা ভেবে দেখবে।

Logo-orginal