, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

admin admin

মুসলিম বিশ্বে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক গণতান্ত্রিক রাষ্ট্র

প্রকাশ: ২০১৮-১২-০৩ ১৩:১২:৫৪ || আপডেট: ২০১৮-১২-০৩ ১৩:১২:৫৪

Spread the love

মুসলিম বিশ্বে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক গণতান্ত্রিক রাষ্ট্র
ছবি, সংগৃহীত।
সোশ্যাল ডেস্কঃ মুসলিম বিশ্বে যুক্ত হতে যাচ্ছে নতুন আরেক গণতান্ত্রিক রাষ্ট্র।

খুব শীঘ্রই একটি স্বায়ত্বশাসিত মুসলিম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে পৃথিবীর অখ্যাত নির্যাতিত মুসলিম জনপদ বাংসামরো সংক্ষেপে “মরো” (মিন্দানাও অঞ্চলও অন্তর্ভুক্ত)
অনেকের কাছে বাংসামরো হচ্ছে পূর্ব এশিয়ার ফিলিস্তিন। (পাত্তানীকেও একইভাবে সম্বোধন করা হয়)।
শতবছর ধরে নিপীড়িত এই জনপদের রয়েছে দীর্ঘ সংগ্রামের ইতিহাস। স্পেনিশ, ব্রিটিশদের পর ওরা সংগ্রাম করছে ফিলিপিন সরকারের বিরুদ্ধে নিজেরদের অধিকার আদায়ে জন্য। ফিলিপিনের সবচেয়ে অনুন্নত এলাকা হচ্ছে বাংসামরো এলাকা।

স্বাধীনতাকামী এই মুসলিম জনপদের জন্য খুব কম দেশই সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে।
দীর্ঘ সংগ্রামের পর ২০১৯ এর জানুয়ারীতে ফিলিপিন সরকার আনুষ্ঠানিকভাবে ‘বাংসামরো’ কে স্বায়ত্বশাসিত সরকার হিসেবে স্বীকৃতি প্রদান করবে।

বাংসামরোর হাতে সবই আছে। খনিজ সম্পদ, মিলিটারী, ঈমানদীপ্ত যুবসমাজ। অর্থনীতি পরিধি মাত্র ১.২ বিলিয়ন ডলার হলেও ভবিষ্যতে এর ব্যাপ্তি হবে।


আর সবকিছু ঠিকঠাক থাকলে নতুন এই সরকারের প্রধান হবেন- ড. মাসুদ ইবরাহীম
Moro Islamic Liberation Front এর এই আপোষহীন নেতা বাংসামরো জনগণের আশার প্রদীপ। তার আপোষহীনতা এবং দৃঢ় মনোবলের ফলাফল আজকের বাংসামরোর স্বায়ত্বশাসিত সরকার।।

মুসলিম উম্মাহ বুকভরা আশা নিয়ে তাকিয়ে আছে মরোর জনপদের দিকে। # সংগৃহীত।

Logo-orginal