, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

admin admin

আইপিএলে অবিক্রিত যুবরাজ-মার্শ-আমলা-মর্কেল, ফার্গুসনকে নিল কেকেআর

প্রকাশ: ২০১৮-১২-১৮ ১৯:৫৭:০৭ || আপডেট: ২০১৮-১২-১৮ ২০:৪৮:১২

Spread the love

আইপিএলের নিলামে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি দাম উঠল জয়দেব উনাদকাট ও বরুণ চক্রবর্তীর। বাঁ-হাতি পেসার উনাদকাটকে ৮.৪০ কোটি টাকায় নিল রাজস্থান রয়্যালস। যা একটু অবাক করার মতোই। কারণ, গত মরসুমে তেমন কোনও সাফল্য পাননি তিনি। অলরাউন্ডার বরুণ চক্রবর্তীকেও ৮.৪০ কোটি টাকায় নিল কিংস ইলেভেন পঞ্জাব।

প্রথম দেড় ঘন্টার নিলামে অবাক করার হল যুবরাজ সিংহের অবিক্রিত থাকাও। যুবরাজের বেস প্রাইস ছিল ১ কোটি টাকা। কিন্তু, তাঁকে নিতে আগ্রহী দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবিক্রিত থাকলেন হাশিম আমলা, অ্যাঞ্জেলো ম্যাথেউজ, শন মার্শ, উসমান খাওয়াজার মতো পরিচিত নামও।

সানরাইজার্স হায়দরাবাদ আবার দুই উইকেটকিপারকে নিল নিলামে। একজন হলেন ইংল্যান্ডের জনি বেয়ারস্টো। অন্যজন হলেন বাংলার ঋদ্ধিমান সাহা। গত মরসুমেও সানরাইজার্সে খেলেছিলেন ঋদ্ধি। তবে তাঁকে সে বার পাঁচ কোটি টাকায় নিয়েছিল সানরাইজার্স। ঋদ্ধি দল পেলেও অবিক্রিত থাকলেন বাংলার মনোজ তিওয়ারি। কলকাতা নাইট রাইডার্স আবার পাঁচ কোটি টাকায় ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রেথওয়েটকে নিল। এটাও অবাক করার মতো। কারণ, কলকাতা বড় নামের দিকে সাধারণত আগ্রহ দেখায় না। উৎসঃ আনন্দবাজার ।

Logo-orginal