, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

Avatar rtm

আখেরি মুনাজাতে লাখো মানুষের ঢল; আমিন আমিন ধ্বনিতে মুখর চুনতি সীরত ময়দান

প্রকাশ: ২০১৮-১২-০৮ ০৬:৪৭:৪৭ || আপডেট: ২০১৮-১২-০৮ ০৮:০৫:১২

Spread the love
আখেরি মুনাজাতে লাখো মানুষের ঢল; আমিন আমিন ধ্বনিতে মুখর চুনতি সীরত ময়দান

মোঃ জাহেদুল ইসলাম, আরটিএমনিউজ২৪ডটকম: তখন ভোররাত। কনকনে ঠাণ্ডা। লাখ লাখ লোকের সমাগম। যে যেখানে জায়গা পেয়েছে বসে পড়েছে চাদর বিছিয়ে। সুবিশাল মাঠে যেন তিল ধারণের ঠাঁই নেই। মাঠের বাইরে রাস্তাঘাট, খালি জমি ও বিভিন্ন ঘরবাড়ির উঠানেও লোকে লোকারণ্য।

এমন সময় আজ শনিবার ফজরের নামাজের পর শুরু হলো ১৯ দিনব্যাপী ৪৭তম সিরাতুন্নবী (স.) মাহফিলের আখেরি মুনাজাত। লাখ লাখ মুসল্লির আমিন আমিন ধ্বনিতে মুখর হয়ে ওঠে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি গ্রাম।

লোহাগাড়ার চুনতির ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের শেষ জুমায় মুসল্লির ঢল

আলিকুল শিরোমনি আশেকে রসূল (স.) মরহুম হাফেজ মাওলানা আহমদ (রহ:) ওরফে শাহ ছাহেব কর্তৃক প্রবর্তিত ৪৮তম মাহফিলে এর আগে ১৯ দিন ধরে চলেছে নির্ধারিত বিষয়ে আলোচনা। শেষ দিবসে সারা দিন ও সারা রাতব্যাপী আলোচনা শেষে অনুষ্ঠিত হয় আখেরি মুনাজাত।

বিগত কয়েক বছরের তুলনায় এবার জুমার নামাজে লাখো মুসল্লির উপস্থিতি ঘটে।

সমাপনী দিবসের চারটি অধিবেশনে সভাপতিত্ব করেন আওলাদে রসুল (স.) মাওলানা সৈয়দ আনোয়ার হোসাইন তাহের জাবেরি আলমাদানি, প্রবীণ সমাজসেবক মাওলানা সিরাজুল আরেফিন ছিদ্দিকি, সিতাকুন্ড কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হোছাইন আহমদ ও গারাঙ্গিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল মালেক।

চুনতী হাকিমিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুল হক নিজামী ও মুহাদ্দিছ মাওলানা ফারুক হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত মাহ্ফিলের শেষ দিবসে নির্ধারিত বিষয়ে আলোচনা করেন, বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ্ মাওলানা কুতুব উদ্দিন, মরহুম শাহ্ সাহেব কেবলার ঘনিষ্ট সহচর মাওলানা কাজী নাছির উদ্দীন, মাওলানা খন্দকার মাহবুবুল হক, ড. মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, অধ্যক্ষ ড. মাওলানা আমিনুল্লাহ, কুমিল্লা নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী, ড. মাওলানা সাদেকুর রহমান আল-আজহারী, হাফেজ মাওলানা কামাল উদ্দিন, মাওলানা জাকারিয়া আল হোসাইনি, অধ্যাপক ড. হাফেজ মাওলানা শহিদুল ইসলাম বারাকাতি প্রমুখ।

এই সময় আরো উপস্থিত ছিলেন মরহুম শাহসাহেব কেবলার দৌহিত্র মাওলানা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, মাওলানা আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দিনার নাজাত, ইরান সংস্কৃতি কেন্দ্রের পরিচালক ড. মাওলানা ইসা শাহিদী, বড়হাতিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জুনাইদ, মিয়া মোহাম্মদ গোলাম কবির, আবু তাহের ইবনে আব্দুস সোবহান, ইদ্রিস মিনহাজসহ অসংখ্য ধর্মপ্রাণ মানুষ।

মুনাজাতে আরাকান, সিরিয়া, কাশ্মিরসহ পৃথিবীর বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করার সময় মুসল্লিদের কান্নার আওয়াজে পরিবেশ ভারি হয়ে উঠে। এছাড়া বাংলাদেশসহ সারা বিশ্বে নিপীড়িত মজলুম আলেমদের জন্যও দোয়া করা হয়। পরিশেষে মুসলিম বিশ্বের সুখ-শান্তি কামনা করা হয়।

Logo-orginal