, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

এবার ইরানকে যা ফেরৎ দিতে বলল আমেরিকা

প্রকাশ: ২০১৮-১২-১২ ০০:১১:২৯ || আপডেট: ২০১৮-১২-১২ ০০:১১:২৯

Spread the love

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের কাছে তার দেশের একজন নিখোঁজ গুপ্তচরের সন্ধান চেয়েছেন। তিনি বলেছেন, ইরান যেন ২০০৭ সালে হারিয়ে যাওয়া মার্কিন গুপ্তচর রবার্ট লেভিনসনকে মুক্তি দেয়।

পম্পেও সোমবার এক টুইটার বার্তায় দাবি করেন, ইরান সরকার রবার্ট লেভিনসনকে অপহরণ করেছে এবং অবিলম্বে তাকে মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, লেভিনসন ছিলেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র একজন গুপ্তচর। কিন্তু তিনি মার্কিন ফেডারেল পুলিশ সংস্থা এফবিআই’র সংঘবদ্ধ অপরাধ দমন বিভাগের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তার ছদ্মাবরণে ২০০৭ সালে ইরান সফরে এসেছিলেন।

সে সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট ভাষায় জানিয়েছিল, লেভিনসন সম্পর্কে কোনো তথ্য তেহরানের কাছে নেই।

Logo-orginal