, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কক্সবাজারে ধানের শীষের প্রার্থী কাজলের পথসভায় হামলা চেয়ারম্যান ভুট্টোর স্বশস্ত্র বাহিনীর

প্রকাশ: ২০১৮-১২-১৩ ২৩:২২:১৭ || আপডেট: ২০১৮-১২-১৩ ২৩:২২:১৭

Spread the love

কক্সবাজারঃ জেলার সদর আসনের রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পূর্ব উমখালী বাজারে বিএনপির ধানের শীষের প্রার্থী লুৎফুর রহমান কাজলের নির্ধারিত পথসভা শুরুর আগেই সব ভাঙচুর করে চলে গেলো চেয়ারম্যান ইউনুস ভুট্টোর নেতৃত্বাধীন স্বশস্ত্র বাহিনী।

তিনটি জীপ, ২০/২৫টির মতো মোটর সাইকেল নিয়ে অর্ধশতাধিক লাঠিয়াল মুহুর্তে সভাস্থলে পৌঁছে। নৌকার স্লোগান দিয়ে তারা বেপরোয়া হামলা ও ভাঙচুর চালাতে থাকে।

সভা আয়োজনের চেয়ার, মাইকসহ সব ভেঙে দেয় ভুট্টোর স্বশস্ত্র বাহিনী। প্রচারণার কাজে নিয়োজিত সিএনজি চালককেও ব্যাপক মারধর করা হয়।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) বিকাল সোয়া চারটার দিকে ঘটনাটি ঘটে। এসময় নৌকার স্লোগান দিয়ে আসা ভুট্টো বাহিনীর লোকজনের বেপরোয়া হামলায় অন্তত ১০ জন আহত হয়েছে। তবে তাদের পরিচয় জানা যায়নি। বেপরোয়া আক্রমণ দেখে মুহুর্তের মধ্যে সব দোকানপাট বন্ধ করে দেয় ব্যবসায়ীরা। দিকবিদিক ছুটতে থাকে পথচারীরা।

হামলাকারীদের অধিকাংশ অস্ত্রধারী বলে প্রত্যক্ষদর্শী বেশ কয়েকজন ব্যবসায়ী জানিয়েছে। তবে ভয়ে কারো নাম প্রকাশ করতে সাহস করেনি স্থানীয় ব্যবসায়ীরা। 

স্থানীয় যুবদল নেতা জাবেদ ইকবাল বলেন, বৃহস্পতিবার বিকালে পূর্ব উমখালী বাজারে ধানের শীষের নির্ধারিত পথ সভা ছিল।

বিএনপির প্রার্থী লুৎফুর রহমান কাজল সভাস্থলে পৌঁছার ঠিক আগ মুহুর্তে ইউনুছ ভুট্টোর নেতৃত্বে একদল বাহিনী ভাঙচুর চালাতে থাকে। নজিরবিহীন ঘটনাটি দেখে স্থানীয়রা হতবাক হয়েছে। উৎসঃ সিবিএন।

Logo-orginal