, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে নতুন ভিসার বিদেশী শ্রমিকদের ৩ বছর আগে একামা স্থানান্তরে নিষেধাজ্ঞা আসছে

প্রকাশ: ২০১৮-১২-০৯ ১৬:০৪:২১ || আপডেট: ২০১৮-১২-০৯ ১৬:০৪:২১

Spread the love

কুয়েতে নতুন ভিসার বিদেশী শ্রমিকদের ৩ বছর আগে একামা স্থানান্তরে নিষেধাজ্ঞা আসছে
ছবি, আরব টাইমস।

কুয়েত সিটিঃ কুয়েতে তিন বছরের জন্য বিদেশী শ্রমিকদের একামা পরিবর্তন বন্ধের পরিকল্পনা নিয়েছে শ্রম মন্ত্রণাললয়।

আজ রোববার (৯ ডিসেম্বর) দেশটির ইংরেজী দৈনিক আরব টাইমসে প্রকাশিত সংবাদে এই তথ্য জানা যায়।

সুত্রে প্রকাশ কুয়েত জনশক্তি কর্তৃপক্ষ ভিসার ব্যবসা রোধ, বিভিন্ন কোম্পানিতে শৃংখলা ফিরিয়ে আনা ও শ্রমিকদের চাকুরী নিশ্চিত করতে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে।

কুয়েত শ্রম মন্ত্রণালয় পরিকল্পনা করতে যাচ্ছেন, যে নতুন ভিসা নিয়ে প্রাইভেট কম্পানিতে বিভিন্ন দেশ থেকে  আগত সকল প্রবাসীরা ৩ বছরের মধ্যে আকামা ট্র্যান্সফার নিষিদ্ধ করা হচ্ছে ।

কতৃপক্ষ বলেন, এই পদক্ষেপের কারনে কোন অসাধু ভিসা ব্যাবসায়ী বা দালাল চক্র ফায়দা লুটতে পারবে না, এবং শ্রম বাজার সীমিত পক্ষে যথেষ্ট সক্ষম হবে ।

বর্তমানে ভিসা স্থানান্তর কুয়েত প্রবেশের ৬ মাস থেকে ১ বছরের মধ্যে ৩০০ দিনার  দিয়ে আকামা পরিবর্তন করা যেত, যেটা নতুন নিয়ম হলে আর করা যাবে না। 

সুত্র আরো যানায় যে, এই প্রকল্পের অধীনে কোম্পানিরাও ব্যাপকভাবে উপকৃত হবে।

তবে যেসব বিদেশী ফ্রি ভিসা (১৮ নং) নিয়ে কুয়েতে প্রবেশ করিবে, তারা সংকটে পড়তে পারে, যদি এই আইন পাশ হয়।

Logo-orginal