, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে শুকুরের মাংস বিক্রি করে আটক হল এশিয়ান দম্পতি

প্রকাশ: ২০১৮-১২-০৪ ২২:১৪:৪৭ || আপডেট: ২০১৮-১২-০৪ ২২:১৪:৪৭

Spread the love
কুয়েতে শুকুরের মাংস বিক্রি করে আটক হল এশিয়ান দম্পতি
ছবি, আরব টাইমস।

কুয়েত সিটিঃ শুকুরের মাংস বিক্রির অপরাধে কুয়েতে আটক করা হয়েছে এক এশিয়ান দম্পতিকে।

দেশটির আহমাদী জেলার মিউনিসিপাল কর্পোরেশনারের খাদ্য পরিদর্শকের একটি টীম ও পুলিশ এই দম্পতিকে আটক করে।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) আল রাই পত্রিকার বরাত দিয়ে আরব টাইমস সংবাদের সত্যতা নিশ্চিত করে।

পত্রিকাটি উল্লেখ করে যে, এই দম্পতি তাদের পরিচিত ব্যাক্তি ও কিছু নির্দিষ্ট রেস্তোরায় শুকুরের মাংস বিক্রি করে আসছিল।

পুলিশ জানিয়েছে,স্থানীয় এক কুয়েতি নাগরিকের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দম্পতির সন্দেহজনক কর্মকান্ডের খবর পেয়ে তাদের শুকুরের মাংসসহ হাতেনাতে আটক করা হয়েছে।

মিউনিসিপাল কতৃপক্ষ জানিয়েছে জব্দ হওয়া ২৫ কে জি শুকুরের মাংস ল্যাবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায়, প্রকৃতপক্ষে শুকুরের মাংস।

এই দম্পতিকে পুলিশের নিকট হস্তান্তর করে ফৌজদারী আইনে মামলা দায়ের করেছে কতৃপক্ষ। তবে তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট বিভাগ।

Logo-orginal