, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

খালেদা জিয়ার মনোনয়ন প্রশ্নে ইসির বিভক্ত আদেশ” মনোনয়ন অবৈধ বহাল

প্রকাশ: ২০১৮-১২-০৮ ১৮:৩৬:১০ || আপডেট: ২০১৮-১২-০৮ ১৮:৩৬:১০

Spread the love

খালেদা জিয়ার মনোনয়ন প্রশ্নে ইসির বিভক্ত আদেশ" মনোনয়ন অবৈধ বহাল
ফাইল ছবি, খালেদা জিয়া

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়ন প্রশ্নে নির্বাচন কমিশন (ইসি) বিভক্ত আদেশ দিয়েছে।
তবে সংখ্যাগরিষ্ঠতার বিবেচনায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন আসনেই তার মনোনয়ন অবৈধ বহাল রাখা হয়েছে।

শনিবার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তি করে নির্বাচন কমিশন।
সেখানে খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী মনোনয়ন বৈধতার বিষয়ে যুক্তিতর্ক তুলে ধরেন।

শুনানির এ পর্যায়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার তার আদেশে বলেন, ‘আইনি দিক বিবেচনায় আমি খালেদা জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তার দেয়া সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মনে করছি। তিন আসনেই তার প্রার্থিতা আমি বৈধ বলে ঘোষণা করছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনে আসা নিষ্পত্তি আমি একা করছি না। সিইসিসহ বাকিরা খালেদা জিয়ার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন। সুতরাং সংখ্যাগরিষ্ঠ রায়ে তিনি প্রার্থিতা ফিরে পাচ্ছেন না।’

পরে সিইসি কেএম নূরুল হুদা আপিল নিষ্পত্তি করে বলেন, ‘শুনানি শেষে এক কমিশনার খালেদা জিয়ার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন। কিন্তু, বাকি তিন কমিশনার অবৈধ ঘোষণা করেছেন। ফলে সংখ্যাগরিষ্ঠতার বিচারে তিনি তিন আসনেই নির্বাচন করার অযোগ্য বলে বিবেচিত হবেন।’

জানা গেছে, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার খালেদা জিয়ার আপিল মঞ্জুর করে মনোনয়ন বৈধ বলে রায় দিয়েছেন। তবে বাকি তিন কমিশনার শাহাদাত হোসেন, রফিকুল ইসলাম ও কবিতা খানম খালেদা জিয়ার আপিল নামঞ্জুর করেছেন।

Logo-orginal