, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রামের ১৬ আসনের ৬ জন প্রার্থী নিজেকে ভোট দিতে

প্রকাশ: ২০১৮-১২-৩০ ০৯:৪৮:৫১ || আপডেট: ২০১৮-১২-৩০ ০৯:৪৮:৫১

Spread the love

চট্টগ্রামের ১৬ আসনের ৬ জন প্রার্থী নিজেকে ভোট দিতে পারছেন না। এর মধ্যে তিনজন প্রার্থী অন্য আসনের ভোটার। বাকি তিনজন আছেন কারাগারে। ভোট দিতে পারছেন না এমন প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপি’র ৫ জন এবং আওয়ামী লীগের একজন। কারাগারে থাকায় ভোট দিতে পারছেন না চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের বিএনপি প্রার্থী ও দলটির চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী-আকবর শাহ আংশিক) আসনের বিএনপি প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এবং চট্টগ্রাম -১৫ (লোহাগড়া ও সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী ও জামায়াত ইসলামীর নায়েবে আমীর মাওলানা আ.ন.ম শামসুল ইসলাম।

নিজেকে যারা ভোট দিতে পারছেন না : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম-১১ (বন্দর, পতেঙ্গা, ডবলমুরিং, ইপিজেড ও সদরঘাট) আসনের প্রার্থী। তবে তিনি ভোটার হয়েছেন নিজ এলাকা কাট্টলীতে। তাই নিজেকে ভোট দেয়া হচ্ছে না হেভিওয়েট এ প্রার্থীর। তিনি সকালে ভোট দেবেন উত্তর কাট্টলীর মুন্সিবাড়ি স্কুলের ভোট কেন্দ্রে। এ আসনের আওয়ামী লীগ প্রার্থী এম এ লতিফ ভোট দেবেন বারিক মিঞা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে।

এছাড়া চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-পাহাড়তলী-হালিশহর-খুলশী) আসনের বিএনপি’র হেভিওয়েট প্রার্থী দলটির ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানও নিজেকে ভোট দিতে পারবেন না। কারণ তিনি চট্টগ্রাম-৯ আসনের ভোটার। কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন তিনি। তবে এ আসনের আওয়ামী লীগ প্রার্থী ডা. আফছারুল আমীন দক্ষিণ কাট্টলী প্রাণহরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের হেভিওয়েট প্রার্থী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি ভোটার চট্টগ্রাম-১০ আসনের। তাই নিজেকেই ভোট দিতে পারছেন না তিনিও। তবে তিনি চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউ কেন্দ্রে ভোট দেবেন।

অন্যান্য : চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ভোট দেবেন নিজ এলাকা ধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপি’র নুরুল আমিন ওসমানপুর ইউনিয়নের নিজ এলাকায় ভোট দেয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) :

মহাজোট প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী রোসাংগীরি ইউনিয়নের আজিম নগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। এছাড়া বিএনপি প্রার্থী কর্নেল (অব.) আজিম উল্লাহ বাহার চৌধুরী বাবুনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং ইসলামী ফ্রন্টের প্রার্থী সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারী নানুপুর ইউনিয়নের মাইজভান্ডার আমতলী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) :
আওয়ামী লীগের মাহফুজুর রহমান মিতা ভোট দেবেন পূর্ব কুচিয়ামোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপি’র মোস্তফা কামাল পাশা ভোট দেবেন পূর্ব রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।
চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড, পাহাড়তলী-আকবর শাহ আংশিক) : আওয়ামী লীগের দিদারুল আলম ভোট দেবেন কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। জাতীয় পার্টির দিদারুল কবির মাহমুদাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, ইসলামিক ফ্রন্টের মোজাম্মেল হোসেন উত্তর ছলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে, ইসলামী আন্দোলনের সামছুল আলম সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-৫ (হাটহাজারী) :
আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ উত্তর ছাদেক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রার্থী ও বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম উত্তর বুড়িশ্চর রশিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো: নঈমুল ইসলাম পূর্ব ষোলশহর ওয়াছিয়া মাদ্রাসা কেন্দ্রে, ইসলামী ঐক্যজোটের মঈনুদ্দীন রুহী মেখল আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, স্বতন্ত্র প্রার্থী নাছির হায়দার করিম ইসলামিয়া হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো: রফিক আলমপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মীর ইদরিস মিরেরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-৬ (রাউজান) :

আওয়ামী লীগের প্রার্থী আলহাজ্ব এবিএম ফজলে করিম চৌধুরী গহিরা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এবং বিএনপি প্রার্থী জসীম শিকদার রাউজান কলেজ কেন্দ্রে ভোট দেবেন। চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) : আওয়ামী লীগের হাসান মাহমুদ পদুয়া ইউনিয়নের সুখবিলাস উচ্চ বিদ্যালয় কেন্দ্রে, বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোটের প্রার্থী এলডিপি নেতা নুরুল আলম ভোট দেবেন আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা ভোট কেন্দ্রে।

চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) :

আওয়ামী লীগ নেতৃত্বধীন মহাজোট প্রার্থী মঈনউদ্দীন খান বাদল ভোট দেবেন সরোয়াতলী নুর মোহাম্মদ উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। একই আসনের বিএনপি প্রার্থী আবু সুফিয়ান চান্দগাঁও সিডিএ আবাসিক স্কুলে ভোট দেবেন। চট্টগ্রাম-১২ (পটিয়া) :
আওয়ামী লীগের সামশুল হক চৌধুরী নিজ এলাকা শোভনদণ্ডীতে এবং বিএনপি’র এনামুল হক এনাম ভোট দেবেন কৈ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) :

আওয়ামী লীগের সাইফুজ্জামান চৌধুরী জাবেদ হাইলধর বশিরউজ্জামান স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং বিএনপির সরওয়ার জামাল নিজাম তৈলারদ্বীপ বারইখান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক):
আওয়ামী লীগের নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী ও এলডিপি’র সভাপতি কর্নেল (অব:) ড. অলি আহমদ চন্দনাইশ উপজেলা সদর সরকাারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন।
চট্টগ্রাম-১৫ :
সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনের আওয়ামী লীগ প্রার্থী ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দীন নদভী সাতকানিয়ার মাদার্শা বাবুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেবেন। এই আসনের বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের প্রার্থী জামায়াত নেতা শামসুল ইসলাম কারাগারে আছেন।

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) :

আওয়ামীলীগ প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী তার নিজ এলাকা সরলের জালিয়াঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। বিএনপি প্রার্থী জাফরুল ইসলাম চৌধুরী পশ্চিম গুনাগরী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী বৈলছড়ি নজুমুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এবং নাগরিক ঐক্যের প্রার্থী মাওলানা জহিরুল ইসলাম শেখেরখীল ইসলামিয়া দাখিল মাদ্‌রাসা কেন্দ্রে ভোট প্রদান করবেন। অপরাপর প্রার্থীরাও তাদের স্ব স্ব কেন্দ্রে ভোট প্রদান করবেন।উৎসঃ দৈনিক আজাদী ।

Logo-orginal