, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

চট্টগ্রাম নগরীর ৫ আসনের ২৩ কেন্দ্রে নৌকা থেকে অনেক দুরে ধানের শীষ

প্রকাশ: ২০১৮-১২-৩০ ১৮:২০:৫২ || আপডেট: ২০১৮-১২-৩০ ১৮:২০:৫২

Spread the love

চট্টগ্রামঃ নগরীর ৫ আসনের ২৩ কেন্দ্রে নৌকার বিশাল ব্যবধানে পিছিয়ে ধানের শীষ।

একটু আগে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম নগর কেন্দ্রিক ৫টি আসনের কেন্দ্র ভিত্তিক ফলাফলে এমনটি দেখা যায়।

রোববার বিকাল সাড়ে পাঁচটা থেকে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়ামের ফলাফল ঘোষণা করছেন বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা মো. আবদুল মান্নান।

চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতীকের ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ পেয়েছেন ২ হাজার ১১৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম পেয়েছেন ২৬২ ভোট।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনের চাক্তাই শিশু শিক্ষা নিকেতন কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল (নৌকা) পেয়েছেন ১ হাজার ৬৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ডা. শাহাদাত হোসেন পেয়েছেন ১৫৭ ভোট।

চট্টগ্রাম-৮ আসনে (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের ৯টি কেন্দ্রে নৌকা প্রতীকের মইনউদ্দীন খান বাদল পেয়েছেন ১৪ হাজার ৯৭ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের আবু সুফিয়ান পেয়েছেন ১ হাজার ৭৮৪ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১০ (হালিশহর-ডবলমুরিং) আসনের ১১টি কেন্দ্রে নৌকা প্রতীকের ডা. আফছারুল আমীন ২৪ হাজার ৬৪৬ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির আবদুল্লাহ আল নোমান ২ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে পূর্ব মাদারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা প্রতীকের এমএ লতিফ পেয়েছেন ১ হাজার ৩৫ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের আমীর খসরু মাহমুদ পেয়েছেন ২১৩ ভোট।

Logo-orginal