, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

admin admin

নগরীর ৯ সরকারি স্কুলে ৩ হাজার ৯০৮ সীটের জন্য ভর্তির আবেদন ৪৮ হাজার

প্রকাশ: ২০১৮-১২-১৫ ১০:২৪:২৫ || আপডেট: ২০১৮-১২-১৫ ১০:২৪:২৫

Spread the love

নগরীর নয়টি সরকারি স্কুলে ৩ হাজার ৯০৮টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৪৮ হাজার ৩৩৯টি। অর্থাৎ, প্রতিটি আসনের বিপরীতে গড়ে আবেদন পড়েছে ১২টি। পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির মধ্যে সবচেয়ে বেশি আবেদন পড়েছে পঞ্চম শ্রেণিতে। ২ হাজার ৪০টি আসনের বিপরীতে পঞ্চম শ্রেণির ভর্তির আবেদন পড়েছে ২৩ হাজার ৫৮৮টি। অষ্টম শ্রেণিতে প্রতিটি আসনের বিপরীতে আবেদন করেছে ১৮ জনের বেশি। সেখানে ১৭০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৩ হাজার ১৫৭টি।

এছাড়া, ষষ্ঠ শ্রেণির ৬৫৮টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১১ হাজার ৭২১টি। যেখানে প্রতিটি আসনের বিপরীতে । ১১ পৃষ্ঠার ৬ষ্ঠ ক.

আবেদন করেছে ১৭ জনের বেশি। নবম শ্রেণিতে ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৮৭৩টি। প্রতিটি আসনের বিপরীতে গড়ে আবেদন করেছে নয় জন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিরুল কায়সার দৈনিক পূর্বকোণকে জানান, নগরীর সরকারি স্কুলে আসন্ন ভর্তি পরীক্ষার জন্য পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণিতে ভর্তির আবেদন পড়েছে ৪৮ হাজার ৩৩৯টি। যেখানে সবচেয়ে বেশি আবেদন পড়েছে পঞ্চম শ্রেণিতে। ২ হাজার ৪০টি আসনের বিপরীতে পঞ্চম শ্রেণিতে আবেদন পড়েছে ২৩ হাজার ৫৮৮টি। যেখানে প্রতিটি আসনের বিপরীতে গড়ে আবেদন পড়েছে ১১টির বেশি।

তিনি আরো জানান, গত বৃহস্পতিবার আবেদনের শেষ দিন ছিল। বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৪৮ হাজার ৩৩৯ জন ভর্তির জন্য আবেদন করে ফি পরিশোধ করেছে। তবে যারা ১৩ তারিখ আবেদন করেছে কিন্তু ফি জমা দেয়নি, তারা আজ শনিবার রাত ১২টার আগ পর্যন্ত ফি জমা দিতে পারবে।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানায়, চট্টগ্রাম কলেজিয়েট স্কুলে ৫ম শ্রেণির ৩২০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৩ হাজার ৩৬৮টি। এছাড়া, একই স্কুলের ৮ম শ্রেণিতে ৩০টি আসনের বিপরীতে ৯৮৩টি এবং নবম শ্রেণিতে ১৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৪৩৪টি আবেদন পড়েছে। ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে ৩২০টি আসনে ৩ হাজার ৭২২টি এবং নবম শ্রেণিতে ১৬০ টি আসনের বিপরীতে ১ হাজার ৬২২টি ভর্তির আবেদন পড়েছে ।

এদিকে, সরকারি মুসলিম হাই স্কুলের ৫ম শ্রেণির ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৩৪টি। এছাড়া, ৬ষ্ঠ শ্রেণির ১৬৩টি আসনে ৩ হাজার ৯৫টি, ৮ম শ্রেণির ২০টি আসনে ৭১৩টি এবং নবম শ্রেণির ৬০টি আসনের বিপরীতে ১ হাজার ৪২৯টি ভর্তির আবেদন পড়েছে। চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ৩২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৭০৬টি এবং নবম শ্রেণিতে ৪০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৫১টি।

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আসনে ভর্তির আবেদন পড়েছে ২ হাজার ৫৯৪টি। এছাড়া, ৬ষ্ঠ শ্রেণির ১৮৫টি আসনে ৩ হাজার ৫৪৪টি, ৮ম শ্রেণির ৮০টি আসনে ১ হাজার ১৪৮টি এবং নবম শ্রেণির ১৬০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৫০১টি। চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আবেদনের বিপরীতে আবেদন পড়েছে ২ হাজার ৪৪৮টি, ৬ষ্ঠ শ্রেণির ১৬০টি আসনে ১ হাজার ৯৬১টি এবং নবম শ্রেণির ৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ১৩১টি।
একইভাবে, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) ৫ম শ্রেণির ১০০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ১ হাজার ২৮৮টি, ৬ষ্ঠ শ্রেণির ৮০টি আসনে ২ হাজার ৩৯টি এবং নবম শ্রেণির ৮০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪৭০টি। এছাড়া, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালিকা) ৫ম শ্রেণির ১০০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৭৮টি, ৬ষ্ঠ শ্রেণিতে ৬০ আসনে ৬৯৪টি এবং নবম শ্রেণির ৮০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৬৩১টি। হাজি মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ১৬০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ২ হাজার ১টি, ৬ষ্ঠ শ্রেণির ১০টি আসনে ৩৮৮টি এবং নবম শ্রেণির ৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১২টি।

সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ২৪০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ২ হাজার ৫৪৯টি, ৮ম শ্রেণির ৪০টি আসনে ৩১৩টি এবং নবম শ্রেণির ৮০টি আসনের বিপরীতে ভর্তির আবেদন পড়েছে ৫৯২টি। তথ্যসুত্রঃ দৈনিক পুর্বকোণ ।

Logo-orginal