, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

প্রবাসীরা দেশকে অনেক কিছু দিয়েছে” দেশ দিতে পারেনি এনআইডি

প্রকাশ: ২০১৮-১২-০৯ ১৩:২৬:৫৮ || আপডেট: ২০১৮-১২-০৯ ১৩:২৬:৫৮

Spread the love

প্রবাসী রেমিটেন্স যোদ্ধা (ফাইল ছবি, আরটিএম)

আবুল কাশেম, প্রবাস থেকেঃ প্রবাসীরা দেশকে অনেক কিছু দিয়েছে” দেশ দিতে পারেনি এনআইডি।

রেমিটেন্স যোদ্ধাখ্যাত ১ কোটি বাংলাদেশী বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত, দেশের সুনাম ও অর্থনীতির নিয়ামক শক্তি এই প্রবাসীরা।

কিন্তু প্রবাসীরা সবসময় অবহেলিত, দেশে ও দেশের বাইরে তুচ্ছ তাচ্ছিল্যের শিকার এইসব বাংলাদেশীরা।

প্রবাসীদের ভোট দেয়া নয় বরং জাতীয় পরিচয়পত্র দেয়া জরুরি। প্রবাসীদের দাবীও দ্রুত আইডি কার্ড পাওয়া।

প্রবাসীরা ভোট দিতে পারবে ইসির এমন ঘোষণায় অনেকে খুশি হলেও পদ্ধতি নিয়ে হতাশ এই রেমিটেন্স যোদ্ধারা।

গত কয়েকদিন থেকে প্রবাসীদের ভোট দেওয়া নিয়ে বাকযুদ্ধ চলছে নিজেদের মাঝে, কারণ ডাক পোস্টে ভোট দেওয়া নিয়ে, তাও যাদের আইডি আছে তারা শুধু অংশগ্রহণের সুযোগ পাবে।

কিন্তু প্রশ্ন হল, আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে তাহা সম্ভব কিনা? বাস্তবতার নিরিখে বলা যায়, কখনো সম্ভব না, কারণ দেশের বাইরে থেকে পোস্টে ভোট দিতে হলে কম হলেও ৪৫ দিন সময় প্রয়োজন।

আমি কিন্তু ভোট দেওয়া নিয়ে” লিখতে বসেনি, লিখতে বসেছি রাষ্ট্রপতির দেওয়া পার্সপোট যাদের আছে, তারা এনআইডি পাওয়ার ক্ষেত্রে জটিলতা কি? অথচ তাদের সব তথ্য ডিজিটাল পার্সপোর্ট বানানোর সময়ে লিপিবদ্ধ করা আছে, সেই তথ্য দিয়ে সহজে আইডি পেতে পারে প্রবাসীরা।

কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা ও সরকারের আন্তরিকতার অভাবে আটকে আছে বিষয়টি।

দেশে ও দেশের বাইরে এ বিষয়ে সভা সেমিনারে প্রবাসীদের আইডি নিয়ে কম আলোচনা হয়নি, কিন্তু টনক নড়ছেনা কতৃপক্ষের।

গত কয়েক মাস আগে ঢাকায় নির্বাচন কমিশনের (ইসি) সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল হোটেল সোনারগাঁওয়ে। বিষয় ‘প্রবাসী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র প্রদান ও ভোটাধিকার প্রয়োগ”।

সেই সেমিনারে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ সাবেক ও বর্তমান রাষ্ট্রদূতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের আলোচনা তুলে ধরে এই লেখা শেষ করব।

মিঃ সাখাওয়াত বলেছিলেন, প্রবাসীদের একটি সমস্যা সমাধান করলেই হয় সেটা হলো তাদের ভোটাধিকার প্রয়োগ করার বিষয়।

এটা নিশ্চিত করা গেলে তারা অটোমেটিক জাতীয় পরিচয় পত্র পাবে। অন্যান্য সুবিধাও পাবে। তিনি বলেন, ১২০টি দেশে তারা প্রবাসীদের ভোট দেয়ার ব্যবস্থা করেছে। এর মধ্যে এশিয়ার আছে ২০ টি দেশ। প্রবাসীদের ভোট দেয়ার ব্যাপারে ২০০৮ সালে আইনী কাঠামো করা হয়েছিল। কিন্তু এর পর ৫ বছর এটা নিয়ে আর কাজ করা হয়নি।

তাই আমি নির্বাচন কমিশনকে বলবো, প্রবাসীদের কিভাবে ভোটার করা যায় সেজন্য একটি সেল গঠন করতে। প্রবাসীদের ভোট করার বিষয় তারাহুড়ো করার প্রয়োজন নেই। কারণ আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়টি কাজ করবে না।

আমরা প্রবাসীরা আশাবাদী কতৃপক্ষ আইডি প্রদানের প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ গ্রহণ করিবে।

লেখকঃ প্রবাসী কলামিস্ট।
Email: kashem5416@gmail.com

Logo-orginal