, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

বাঁশখালী পৌরসভায় দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত

প্রকাশ: ২০১৮-১২-৩০ ০৯:২০:৩৭ || আপডেট: ২০১৮-১২-৩০ ০৯:২০:৩৭

Spread the love

চট্টগ্রাম: ভোট উৎসব শুরুতে চট্টগ্রামের বাঁশখালীতে দু’পক্ষের সংঘর্ষে ১ ব্যক্তি নিহত হয়েছেন। তবে সংঘষের মুল কারণ জানাযায়নি।

শনিবার দিবাগত রাতে (২৯ ডিসেম্বর) ভোররাতে সদর পৌরসভার বড়ইতলী এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) সাংবাদিকের জানান, দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আহমদ কবির নামের এক ব্যক্তি নিহত হন। লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার জানান, নিহত ব্যক্তি কোন দলের তাহা জানা যায়নি।

চট্টগ্রামে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ আসনের তালিকায় আছে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন। এখানে প্রতিদ্বন্দ্বিতায় আছেন আওয়ামী লীগের মোস্তাফিজুর রহমান চৌধুরী (নৌকা),স্বতন্ত্র প্রার্থী জামায়াতের মোহাম্মদ জহিরুল ইসলাম (আপেল)। বিএনপির জাফরুল ইসলাম চৌধুরী (ধানের শীষ) এবং জাতীয় পার্টির মাহমুদুল ইসলাম চৌধুরী (লাঙ্গল) ।

Logo-orginal