, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

শুরুতেই মিরাজের আঘাতে বিপদে ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ২০১৮-১২-০২ ১০:২৬:৪৩ || আপডেট: ২০১৮-১২-০২ ১০:২৬:৪৩

Spread the love

শুরুতেই মিরাজের আঘাতে বিপদে ওয়েস্ট ইন্ডিজ
ক্রীড়া ডেস্কঃ মিরপুর টেস্টে দুর্দান্ত দু’দিন পার করার পর তৃতীয় দিন ফিল্ডিংয় নেমেছে বাংলাদেশ।

আর কোনঠাসা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে শুরুতেই আঘাত হানেন মেহেদি হাসান মিরাজ। ৩৯ রান করা শিমরন হেটমায়ারকে নিজের ক্যাচেই বিদায় করেন তিনি। পরে দেবেন্দ্র বিশু ও কেমার রোচকেও আউট করেন।

৯৮ রানে ৮ উইকেট হারালো উইন্ডিজরা। ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো পাঁচ উইকেট দখল করা মিরাজ ক্যারিবীয়দের ৬টি উইকেটই পেলেন। 

মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিন বাংলাদেশ প্রথম ইনিংসে মাহমুদউল্লাহ রিয়াদের ক্যারিয়ার সেরা সেঞ্চুরিতে (১৩৬) সব উইকেট হারিয়ে ৫০৮ রানের বিশাল সংগ্রহ পায়।

জবাব দিতে নেমে শেষ বিকেলে ৭৫ রানে ৫ উইকেট হারানা দিশেহারা ক্যারিবীয়রা মাঠ ছাড়ে। শিমরন হেটমায়ার ও শেন ডোওরিচ অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মেহেদি হাসান মিরাজ ও সাকিবের ঘূর্ণি বিপর্যস্ত কোরে তোলে তাদের। মিরাজ তিনটি ও সাকিব দুটি উইকেট লাভ করেন।

এর আগে চট্টগ্রাম টেস্টে ৬৪ রানে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সুত্রঃ বাংলানিউজ।

Logo-orginal