, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

আজ থেকে শুরু হচ্ছে বায়তুশ শরফের ঐতিহাসিক ইছালে ছওয়াব মাহফিল

প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৪:২৩:৪১ || আপডেট: ২০১৯-০১-২৪ ১৪:২৩:৪১

Spread the love

চট্টগ্রামঃ জেলার লোহাগাড়ার বড়হাতিয়া ইউনিয়নের ঐতিহাসিক আখতারাবাদে (কুমিরাঘোনা) আজ থেকে শুরু হচ্ছে বায়তুশ শরফের ইছালে ছওয়াব মাহফিল।

আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারী) শুরু হয়ে শনিবার (২৬ জানুয়ারী) বাদ আছর আখেরী মোনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হবে।

মরহুম হযরত আল্লামা শাহ মীর আখতার (রহঃ) প্রতিষ্ঠিত ও মরহুম শাহ আবদুল জব্বার (রহঃ) কতৃক প্রসারিত বায়ুতশ শরফ ফাউন্ডেশন ও আনজুমানে ইত্তেহাদের সার্বিক ব্যবস্থাপনায় ইছালে ছওয়াব মাহফিল প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে।

মাহফিলে দেশের প্রতিটি জেলার মুসল্লিরা অংশগ্রহণ করে।
মাহফিল ব্যবস্থাপনা কমিটি জেলাভিত্তিক তাবুর বানিয়ে মেহমানদের আথিয়েতা করে।

ঐতিহাসিক কুমিরঘোনার এই মাহফিলের চমকপ্রদ বৈশিষ্ট হল “ইশরায় কথা বলা”।

বার্ষিক ইছালে সওয়াব মাহফিলে সকল মুসলিমদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে মাহফিল কর্তৃপক্ষ।

Logo-orginal