, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

admin admin

মক্কায় বকেয়া বেতন চাওয়ায় কপিলে হাতে প্রাণ গেল সাতকানিয়ার এক প্রবাসীর

প্রকাশ: ২০১৯-০১-১০ ০০:০৯:১৭ || আপডেট: ২০১৯-০১-১০ ০০:০৯:১৭

Spread the love

সৌদি আরবের মক্কা নগরীতে বকেয়া বেতন চাওয়ায় নুর মোহাম্মদ প্রকাশ নুরু নামে প্রবাসী বাংলাদেশিকে শারীরিক নির্যাতন করে হত্যার অভিযোগ এসেছে মালিকের বিরুদ্ধে।

মক্কার এসপান শামিয়া নামক স্থানে সৌদি মালিকের (কফিল) ড্রাইভার হিসেবে কাজ করতেন নূর মোহাম্মদ। দু’বছর ধরে প্রবাসী নূর মোহাম্মদের বেতন বকেয়া রাখে। বার বার বেতন চেয়েও নিরাশ হতেন তিনি।

গত পাঁচদিন আগে মক্কা নগরীর একটি সরকারি হাসপাতালে নূর মোহাম্মদকে রেখে চলে যায় তার মালিক। হাসপাতালে ৭ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় এই প্রবাসী মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জানা গেছে, নিহত নুরু মোহাম্মদ প্রকাশ-নুর ড্রাইভার (৫৫) চট্টগ্রামের সাতকানিয়া উপজেলাধীন এওচিঁয়া ইউনিয়নের পশ্চিম গাটিডেঙ্গা গ্রামের মেহেদি পাড়ারমরহুম আবদুল জলিলের ছেলে।

নিহতের ছোট ভাই ইউছুফ আলী জানান, গত দু’বছরের বকেয়া বেতন চাওয়াটাই আমার ভাইয়ের জন্য কাল হয়েছে। বিদেশের বুকে প্রবাসী ভাই হত্যার সুষ্ঠু বিচার পেতে তিনি সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Logo-orginal