, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়ায় বাইক দুর্ঘটনায় মারা গেল তরুণ ডাক্তার ফাহাদ

প্রকাশ: ২০১৯-০১-২৩ ২৩:৩১:১৩ || আপডেট: ২০১৯-০১-২৪ ১০:৫১:২৪

Spread the love

সাতকানিয়া, চট্টগ্রামঃ সাতকানিয়ায় মোটর সাইকেল দুর্ঘটনায় এক চিকৎসক মারা যাওয়ার খবর পাওয়া গেছে

নিহত ডাক্তারের নাম ডাঃ মোঃ জোবাইদুল হক ফাহাদ (৩৫) । তার বাড়ী হাটহাজারী উপজেলায়। তিনি নগরীর চান্দগাঁও এলাকায় থাকতেন।

আজ বুধবার (২৩ জানুয়ারী) রাতে আরকান সড়কের সাতকানিয়ার হাসমতের দোকান নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, তরুণ ডাক্তার ফাহাদ রোহিঙ্গা ক্যাম্পে এক বিদেশী সংস্থার অধীনে চিকিৎসক হিসাবে কর্মরত ছিল।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯ টার দিকে মোটরসাইকেল দুর্ঘটনা সংঘটিত হয়।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান জানান, ফরহাদ কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলে করে চট্টগ্রামে ফিরছিলেন।

তিনি হাসমতের দোকান এলাকায় পৌঁছালে ওই রুটে চলাচলকারী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পাশ কাটাতে গেলে সেটি ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

এই রিপোর্ট লেখার কিছুক্ষণ আগে সাতকানিয়া থানা পুলিশে নিহতের লাশ উদ্ধার করে চমেক মর্গে প্রেরণ করেছে।

Logo-orginal