, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

অাসামের নাগরিকত্ব বিল বিরোধী আন্দোলন নিয়ে বিপাকে বিজেপি

প্রকাশ: ২০১৯-০১-২৯ ১১:১৪:৪১ || আপডেট: ২০১৯-০১-২৯ ১১:১৬:৫৯

Spread the love

আরটিএমনিউজ২৪ডটকম, নিউজ ডেস্কঃ এবার ভারত থেকে আসামকে বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছেন কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা অখিল গগৈ।

এর আগে বেশকিছু সংগঠন বিজেপি সরকারকে হুশিয়ারী দিয়েছে মুসলিম বিরোধী নাগরিকত্ব বিল নিয়ে। তবে রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বোদ্ধারা মনে করেন বিজেপি নাগরিকত্ব বিল নিয়ে সিদ্ধান্ত না পাল্টালে পুরো ভারত জুড়ে স্বাধীনতা আন্দোলনের নতুন মাত্রা যোগ হবে।

আসামের তিনসুকিয়ায় নাগরিকত্ব বিল বিরোধী সমাবেশে অংশ নিয়ে রোববার (২৭ জানুয়ারি) তিনি একথা বলেন। এসময় নাগরিকত্ব সংশোধনী বিল বাতিলের দাবিতে আসামের ছাত্রসংগঠন ও

রাজনৈতিক দলের নেতাকর্মীদের পাশাপাশি বিক্ষোভ সমাবেশে অংশ নেয় সাধারণ মানুষ। তিনি বলেন, আসামের আদিবাসীদের অধিকার খর্ব করা হলে তার যথাযথ জবাব দিতে প্রস্তুত তারা। দেশের অন্যান্য রাজ্যেও বিক্ষোভ অব্যাহত রেখেছে নাগরিকত্ব সংশোধন বিরোধী আন্দোলনকারীরা।

আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈ বলেছেন, নাগরিক তালিকা প্রণয়ন করে কোটি কোটি রুপি নষ্ট করেছে সরকার, যার এখন আর কোনো মূল্য নেই। তিনসুকিয়ায় প্রায় ৭০টি সংগঠনের অংশগ্রহণে আয়োজিত নাগরিকত্ব বিল বিরোধী সমাবেশে অংশ নিয়ে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির নেতা

অখিল গগৈ বলেন, আসামের সাধারণ মানুষের অধিকার ও আবেগ নিয়ে খেলা করছে কেন্দ্রীয় সরকার। অবিলম্বে বিতর্কিত বিলটি বাতিল করা না হলে ভারত থেকে আলাদা হবার কথা ভাববে আসামের মানুষ। অখিল গগৈ বলেন, ‘সরকার যদি আমাদের প্রাপ্য সম্মান দেয় তাহলে আমরা দেশের

সঙ্গেই থাকব। কিন্তু যদি আসামের মানুষের অধিকার খর্ব করে বিল পাস করা হয় আমরা ভারত থেকে আলাদা হতে বাধ্য হব।’ সংশোধিত নাগরিকত্ব বিলের তীব্র বিরোধিতা করেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈও। তিনি বলেন, কোটি কোটি অর্থ খরচ করে সরকার যে তালিকা প্রণয়ন করেছে

তা এখন অর্থহীন। অবৈধ নাগরিক সনাক্তের নামে এনআরসি প্রণয়ন করে মোদি সরকার, কিন্তু পাঁচ বছরেও সঠিক তালিকা দিতে পারেনি বলে অভিযোগ করেন তিনি।

Logo-orginal