, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

আমিরাতকে ৪ গোলে হারিয়ে ফাইনালে কাতার” মাঠে জুতা নিক্ষেপ দুবাইবাসীর

প্রকাশ: ২০১৯-০১-৩০ ০০:৩৬:২০ || আপডেট: ২০১৯-০১-৩০ ০০:৩৬:২০

Spread the love

আবু ধাবি: আমিরাতকে ৪-০তে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল কাতার।

বিক্ষুব্ধ আমিরাতবাসীরা মাঠে জুতাবও পানির বোতল নিক্ষেপ করে ক্ষোভ দেখিয়েছ তাদের খেলোয়াড়দের প্রতি।

সোমবার (২৯ জানুয়ারী) অনুষ্ঠিত এশিয়ান কাপের ফাইনাল পর্বের খেলায় খুব বাজে ভাবে শক্তিশালী আমিরাত।

অন্যদিকে যথাযথ আথিয়েতা দেখায়নি আমিরাত, অন্যদিকে রাজনৈতিক নিপীড়নের ভাল জবাব দিল কাতার, এমন অভিমত ফুটবল বোদ্ধাদের।

তবে ফাইনালে যেতে আবুধাবির মাঠে বেশ বেগ পেতে হয়েছে বিজয়ী কাতারকে।

কাতারের পক্ষে গোল করেছেন, বুলেম খোখি, আলময়েজ আলী, হাসান আল-হায়দোস এবং হামিদ ইসমাঈল।

তবে কোন গোল শোধ করতে পারেনি সৌদি মিত্র আমিরাতের ফুটবলাররা।

আরবে বৈষম্যের শিকার কাতার ২০২২ সালের বিশ্বকাপের আয়োজক।

Logo-orginal