, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

admin admin

আমিরাতের বিরুদ্ধে বিশাল ব্যবধানে মধুর প্রতিশোধ নিল কাতার

প্রকাশ: ২০১৯-০১-৩০ ১৮:৩৮:১৯ || আপডেট: ২০১৯-০১-৩০ ১৮:৩৮:১৯

Spread the love

স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে এএফসি এশিয়া কাপের ফাইনালে উঠেছে প্রতিদ্বন্দ্বী কাতার। গতরাতে (মঙ্গলবার) আবুধাবির জাতীয় স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের শত্রুতামূলক আচরণের মধ্যে বিশাল ব্যবধানের এ জয় পায় কাতারি দল।

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে ফাইনালে ওঠায় আগামী শুক্রবার জাপানের মোকাবেলা করবে কাতার। দেশটি এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে উঠল।

ম্যাচ শুরুর ২২ মিনিটের মাথায় প্রথম গোল পায় কাতার। এর ১৫ মিনিট পর আলমোয়েজ আলী দ্বিতীয় গোল দিয়ে দলকে আরো এগিয়ে দেন। খেলার ৮০ মিনিটের সময় কাতার তৃতীয় গোল পায়। এছাড়া, ইনজুরি টাইমে আরো একটি গোল করে কাতার।

ম্যাচ জয়ের পর কাতারে দর্শকদের উল্লাস
কাতারের কাছে নিজেদের মাঠে যখন বিধ্বস্ত হচ্ছিল আমিরাতি খেলোয়াড়রা তখন আবুধাবির স্বাগতিক উচ্ছৃঙ্খল দর্শকরা দু দফায় খেলায় বিঘ্ন সৃষ্টি করে। তারা কাতারি খেলোয়াড়দের ওপর জুতো ও পানির বোতল ছুঁড়ে খেলার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে। এমনকি খেলা শুরুর আগে যখন কাতারের জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছিল তখনো আমিরাতি দর্শকদের একাংশ বিভিন্ন স্লোগান দেয় ও নানা রকম অব্জ্ঞাসূচক শব্দ করে।

গত দেড় বছর ধরে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে মারাত্মক রাজনৈতিক টানাপড়েন চলছে কাতারের। দোহার ওপর ওই তিনটি দেশ সর্বাত্মক অবরোধ দিয়েছে। এরইমধ্যে আরব আমিরাতের বিরুদ্ধে বিশাল ব্যবধানের বিজয়কে কাতার মধুর প্রতিশোধ হিসেবে দেখছে।

Logo-orginal