, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

Avatar rtm

আসামি ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা, যুবক নিহত

প্রকাশ: ২০১৯-০১-১৩ ০৭:৫৭:৩৩ || আপডেট: ২০১৯-০১-১৩ ০৭:৫৭:৩৩

Spread the love

eনারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর এলাকায় আসামি ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আশিকুর রহমান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছেন চার পুলিশ সদস্যসহ অর্ধশতাধিক।

শনিবার (১২ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আশিকুর মদনপুরের চাঁনপুর এলাকার শহীদুল ইসলামের ছেলে। তিনি মদনপুরের প্যানডেক্স গার্মেন্টসের শ্রমিক ছিলেন।

স্থানীয় লোকজন জানান, রাতে মদনপুর এলাকার ড্রিমল্যান্ড রেস্টুরেন্ট থেকে নূর নবী ও রিফাত নামে দুই যুবককে আটক করে পুলিশ। তারা স্থানীয় খলিল মেম্বারের লোক। আটকের খবর স্থানীয়ভাবে ছড়িয়ে পড়লে খলিল মেম্বারের লোকজন এসে পুলিশকে ঘিরে রাখে। তারা আটক দুইজনকে ছাড়িয়ে নিতে চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। একপর্যায়ে পুলিশের ওপর হামলা করা হয়। এতে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী, কনস্টেবল দেবাশীষ, মোহনসহ চারজন আহত হন।

এসময় পুলিশ পাল্টা অ্যাকশনে যায়। এতে স্থানীয় অন্তত ৪০ থেকে ৪৫ জন আহত হন। তাদের মধ্যে বাবু নামে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। মারা যাওয়ার বিষয়টি আমার জানা নেই।

Logo-orginal