, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

ইতালিতে দুমাস ধরে খুঁজে পাওয়া যাচ্ছেনা এক বাংলাদেশিকে

প্রকাশ: ২০১৯-০১-৩১ ১৫:০৫:৪৭ || আপডেট: ২০১৯-০১-৩১ ১৫:০৮:২৮

Spread the love

ইতালির বন্দর নগরী কাতানিয়ায় আলম জুবায়ের লিংকন (৩৩) নামে এক বাংলাদেশি নিখোঁজ হওয়ার সংবাদ পাওয়া গেছে। দুমাস ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা।

এ ব্যাপারে কাতানিয়া প্রবাসী বাংলাদেশি আলমের বন্ধু আসলাম তালুকদার জানান, গত দুমাস আগেও সে স্বাভাবিক জীবন-যাপন করতো।

প্রায় তার সঙ্গে দেখা হতো। সুস্থ, শিক্ষিত একটি যুবক। হঠাৎ তাকে খুঁজে না পাওয়া ব্যাপারটা এক প্রকার ভাবিয়ে তুলেছে কাতানিয়া বাংলাদেশি কমিউনিটির মাঝে।

আসলাম আরও বলেন, দু-বেলা কাজ করি তাই ব্যস্ত থাকতে হয়। সময়ের অভাবে থানায় গিয়ে জিডি করতে পারছিনা। তবে শিঘ্রই বাংলাদেশ দূতাবাস ও পুলিশকে অবহিত করা হবে। নিখোঁজ লিংকন প্রায় সাত বছর ধরে ইতালিতে বসবাস করছেন। জীবিকার তাগিদে তিনি স্থানীয় একটি রেষ্টুরেন্টে কাজ করতেন। অর্থনৈতিক দিক থেকে পৈত্রিক ভাবে স্বাবলম্বী। পারিবারিকভাবে কোন চাপ নেই বলেও জানান তার বন্ধু আসলাম।

নিখোঁজ যুবকের দেশের বাড়ি মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানায়। বর্তমান তার পরিবার ঢাকার ধনিয়া থাকেন। তার বাবার নাম মো. নুরুজ্জামান, মাতা রেহানা বেগম। লিংকন পরিবারের বড় ছেলে তার ছোট বোন তমা ছোট ভাই আকাশ স্কুলে পড়ছে। সন্তানকে খুঁজে না পেয়ে তার পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। সুত্রঃ যুগান্তর ।

Logo-orginal