, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতের আল নুরি চ্যারিটি সোসাইটি সাহায্যে দিল ১০০,০০০ সিরিয়ান শর্নাথীকে

প্রকাশ: ২০১৯-০১-২৬ ২১:৫২:১৯ || আপডেট: ২০১৯-০১-২৬ ২১:৫২:১৯

Spread the love

আঙ্কারা: কুয়েত ভিত্তিক শেখ আব্দুল্লাহ আল নুরি চ্যারিটি সোসাইটি তুরস্কে শীতকালীন সাহায্যে দিল ১০০,০০০ সিরিয়ান শর্নাথীকে ।

শনিবার (২৬ জানুয়ারী ) তুরস্কে আশ্রিত সিরিয়ান লাখো অভিবাসীকে প্রায় ৩৩টি ট্রাক ভর্তি সাহায্যে নিয়
উদ্বাস্তুদের পাশে দাঁড়াল কুয়েতের বিখ্যাত সাহায্য সংস্থা “শেখ আব্দুল্লাহ আল নুরি চ্যারিটি সোসাইটি” ।

কুয়েত নিউজ এজেন্সি (কুন) জানায়, মোট ৫০০,০০০ ডলার মূল্যের সহায়তার মধ্যে রয়েছে খাবারের ঝুড়ি, পোশাক, ঔষধ, তাপ, কম্বল, জ্বালানি ও কয়লা ।

সংস্থাটির প্রধান জামাল আল নুরি জানান, কুয়েতের মহান মানবতার প্রচেষ্টাকে উত্সাহিত করা এবং অসহায় মানুষের পাশে থাকার প্রচেষ্ঠা মাত্র এবং অভাবগ্রস্ত লোকজনের দুর্দশা সহজতর করা ।

আল নুরি কুয়েতে জনগণের উদারতার প্রশংসা করে আরো বলেন, জনগণের দান নিয়ে দাতব্য প্রতিষ্ঠানগুলি মানবতার সাহায্যে ভূমিকা রাখতে পারে।

জোরপূর্বক নিজের দেশ সিরিয়া থেকে নির্বাসিত লাখো লাখো নারী-পুরুষ আশ্রয় নিয়েছে তুরস্কের বিভিন্ন এলাকায় । দেশ হারানো এইসব
অভাবগ্রস্ত লোকজনের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব ।

Logo-orginal