, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে ভিসা বন্ধ থাকা সাত দেশের নাগরিকের সংখ্যা ৬ লাখ

প্রকাশ: ২০১৯-০১-১২ ১৩:৩৬:৩৫ || আপডেট: ২০১৯-০১-১২ ১৩:৪৩:৩৭

Spread the love

কুয়েত সিটিঃ (ফাইল ফটো) কুয়েতে প্রবেশ নিষেধাজ্ঞা সত্ত্বেও মোট ৬১৮,৩৬৫ জন রয়েছে ভিসা বন্ধ থাকা সাত দেশের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিডেন্সি অ্যাফেয়ার্স জেনারেল ডিপার্টমেন্ট কর্তৃক প্রকাশিত পরিসংখ্যানে এই তথ্য নিশ্চিত করে।

বৃহস্পতিবার (১০ জানুয়ারী) দৈনিক আল আনবার বরাত দিয়ে দেশটির ইংরেজী পত্রিকা আরব টাইমসে প্রকাশিত খবরে আরো জানাযায়, ইরাক, সিরিয়া, ইরান, পাকিস্তান,বাংলাদেশ ও আফগানি নাগরিকদের জন্য কুয়েতের ভিসা বন্ধ রয়েছে।

বর্তমানে কুয়েতে,২৭৮,৮৬৫ জন বাংলাদেশী, ১০৭০৮৪ জন পাকিস্তানি, ১৩,৬৫২ জন আফগানী, ১৫২,৭৬৯ জন সিরিয়ান, ১৪,৯৯৯ জন ইরাকী রয়েছে।

পরিসংখ্যানে দেখা যায়, এইসব দেশের মোট ১৯৯২০ জন সরকারী খাতে, ৩৩১,১৪৪ জন বেসরকারি খাতে, ৯৫,২১৫ জন গৃহকর্মী ও ১৫৩,৯০৩ জন নির্ভরশীল ভিসায় (ফ্রি) কর্মরত আছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় যে, উপরে উল্লেখিত সাতটি দেশের বেশিরভাগ লোক অনেক বছর ধরে বৈধভাবে বাস করছে ।

Logo-orginal