, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতি আমীরের শাসন ক্ষমতার ১৩তম বর্ষে পদার্পণের উৎসব কাল

প্রকাশ: ২০১৯-০১-২৮ ১৬:৫৭:৪২ || আপডেট: ২০১৯-০১-২৮ ১৬:৫৭:৪২

Spread the love

কুয়েত সিটিঃ আগামীকাল শাসন ক্ষমতায় আরোহনের ১৩ বছর পুর্ণ হচ্ছে কুয়েতের আমীর শেখ সাবাহ আল আহমেদ আল জাবেরের।

আগামী কাল মঙ্গলবার (২৯ জানুয়ারী) দেশটির জনগণ ও আমীর শেখ সাবাহ আল আহমেদ তথা আল-সাবাহ পরিবার ১৩ তম বার্ষিকী উদযাপন করিবে।

কুয়েত রাষ্ট্র ও তার জনগণের প্রতি আমীরের দায়িত্বশীল ও দক্ষ নেতৃত্ব দেশটিকে অব্যাহত উন্নতির দিকে এগিয়ে রেখেছেন।

কুয়েতের ১৫তম আমীর হিসাবে দক্ষতা অর্জনে বেশ খ্যাতি অর্জন করেছেন শেখ সাবাহ।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনা সুত্রে প্রকাশ, ১৯৫৪ সালে কুয়েতের শাসক তথা সাবাহ পরিবারে উচ্চ পর্যায়ের কমিটি সর্বোচ্চ পরিষদের সদস্য হয়ে রাষ্ট্রীয় কর্মকান্ড শুরু করেন আমীর শেখ সাবাহ আহমেদ।

সেনাবাহিনীর প্রধান ও পর্যায়ক্রমে বিভিন্ন মন্ত্রণালয়ে মন্ত্রী হিসাবে দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি।

পররাষ্ট্র মন্ত্রী হিসাবে বেশ সুনাম রয়েছে তার। ৪০ বছর কুয়েতের পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালনে করে অনন্য নজীর স্থাপন করেন।

১৯৯০ সালে ইরাকের লৌহমানব সাদ্দাম হোসেন কুয়েত দখল করে নিলে তৎকালীন পররাষ্ট্র মন্ত্রী হিসাবে কূটনৈতিক দক্ষতার স্বাক্ষর ও কুয়েত মুক্ত করে ব্যাপক সুনাম অর্জন করে।

১৯৯১ সালের ২৬ ফেব্রুয়ারী কুয়েত মুক্ত হয়েছিল।

তিনি শেখ আহমদ আল জাবের আল-সাবাহের চতুর্থ পুত্র। ১৯২৬ সালের ১৬ জুন জন্মগ্রহণ শেখ সাবাহ আল আহমদ।

আমীরের ৩ ছেলে ও ১ মেয়ে সন্তান রয়েছে, তবে এক ছেলে ও মেয়ে ইন্তেকাল করেছেন।

কুয়েতি জাতির বাবা খ্যাত সাবেক আমীর শেখ জাবেরের মৃত্যুর পর মাত্র কিছুদিন আমীরের দায়িত্ব পালন করেছিলেন ১৪তম আমীর শেখ সাদ আবদুলল্লাহ আল সালেম।

২০০৬ সালে ১৫তম আমীরের দায়িত্ব গ্রহণ করে কুয়েত শাসন করে আসছেন শেখ সাবাহ আল আহমদ আল সাবাহ।

Logo-orginal