, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে অবৈধ বিদেশীদের সাধারণ ক্ষমা নয়, আটক করা হবে

প্রকাশ: ২০১৯-০১-২১ ১৬:২৭:৪১ || আপডেট: ২০১৯-০১-২১ ১৬:২৯:৩৫

Spread the love

কুয়েত সিটিঃ (ফাইল ছবি) অবৈধ অভিবাসীদের জন্য কোন প্রকার সাধারণ ক্ষমা দেবে বলে জানিয়েছে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রেজিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগের মহাপরিচালক মেজর জেনারেল তালাল মারফি বলেন, অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের জন্য নিকট ভবিষ্যতে সাধারণ ক্ষমা দেওয়ার কোন পরিকল্পনা নেই।

কুয়েত নিউজ ও রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার বরাত দিয়ে সংবাদটি পরিবেশিত হয়েছে সবকটি দৈনিকে।

মিঃ তালাল মারাফি বলেন, রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীরা একামা সংশোধন বা জরিমানা ব্যতিরে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বর্ধিত সুযোগ পাওয়া সত্বেও অনেকে কুয়েত ত্যাগ করেনি।

সুত্রে প্রকাশ, জানুয়ারী ২০১৯ সালের শুরুতে একামাবিহীন লোকের সংখ্যা ১১০,০০০ ছাড়িয়ে গেছে।

এদিকে, ভিসা ও শ্রম আইন লঙ্ঘনকারীদের আটকে ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছেন কতৃপক্ষ।

সংবাদে আরো বলা হয়েছে যে, সকল গভর্নরদের এই ধরনের ব্যাপক প্রচারণা অব্যাহত রাখতে এবং অবৈধ অভিবাসীদের কালো তালিকাভুক্ত করার জন্য ।

Logo-orginal