, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতে বাংলাদেশ দূতাবাসে ভাংচুরে আটককৃতদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়নি

প্রকাশ: ২০১৯-০১-২২ ১০:১৪:১২ || আপডেট: ২০১৯-০১-২২ ১০:১৪:১২

Spread the love

কুয়েত সিটিঃ বাংলাদেশ দূতাবাসে ভাংচুরের মামলায় আটক প্রবাসী শ্রমিকদের স্বদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।

বলেছেন কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

মঙ্গলবার (২২ জানুয়ারী) আরবী দৈনিক আল কাবাসের সুত্রে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমসে সংবাদটি প্রকাশিত হয়েছে।

সুত্রে প্রকাশ, আল কাবাস পত্রিকা প্রাপ্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি রাষ্ট্রদূত বলেন, কুয়েত কর্তৃপক্ষ দূতাবাসে হামলার সাথে জড়িত সন্দেহভাজনদের কুয়েতের আইন অনুযায়ী আটক করেছে।

তিনি বলেছেন আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠানো সংক্রান্ত বিষয়ে কুয়েতি কতৃপক্ষ এখনো কিছু জানায়নি।

মিঃ আবুল কালাম বলেছেন,দূতাবাসে ভাংচুর ও কর্মকর্তাদের হামলার ঘটনায় কুয়েত কর্তৃপক্ষ সময়মত হস্তক্ষেপ করে এবং বিক্ষোভের সমাপ্তি ঘটায়।

রাষ্ট্রদূত বলেন, “আমি দূতাবাসের ভিতরে তাদের একটি ছোট্ট দলের সাথে বকেয়া বেতন ও একামার বিষয়ে বৈঠক করে তাদের সমস্যাগুলি চিহ্নিত করেছি।

লেসকে কোম্পানির প্রতিনিধির সাথে দূতাবাস কর্মকর্তাদের বৈঠকে শ্রমিকদে চাহিদা পূরণের জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রসঙ্গতঃ গত ১৭ জানুয়ারি বকেয়া বেতন ও একামা নবায়ন না হওয়ায় কুয়েতের লেসকো কোম্পানির বিক্ষুব্ধ ৪০০ বাংলাদেশি শ্রমিক সমস্যারর কথা জানাতে গিয়ে ভাংচুর ও হামলা করে দূতাবাসে।

পরে স্থানীয় থানার আহবানে দেশটির রিজার্ভ পুলিশ প্রায় তিনশতাধিক বাংলাদেশীকে আটক করে।

Logo-orginal