, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

Avatar rtm

কেরানীহাট মাদ্রাসায় দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৭:৪৭:০৩ || আপডেট: ২০১৯-০১-২৬ ০৯:৫১:১৩

Spread the love

দক্ষিণ চট্টগ্রামের অন্যতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান কেরানীহাট জামেউল উলুম ইসলামিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার ২০১৯ সালের দাখিল পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গনে অধ্যক্ষ মোঃ আরিফুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোহাম্মদ হাশেম এর সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাংগঠনিক সম্পাদক ডাঃ আ ম ম মিনহাজুর রহমান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশিষ বরণ দেব, মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আব্দুল হক, কেরানীহাট মা-শিশু জেনারেল হাসপাতালের নির্বাহী পরিচালক ও যুবলীগ নেতা ওচমান আলী, সাংবাদিক শহীদুল ইসলাম বাবর, সাংবাদিক সুকান্ত বিকাশ ধর প্রমুখ।বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ মফিজুর রহমান মাদানী, বাংলা প্রভাষক শফিউল আলম নূরী, দাখিল পরীক্ষার্থী মোঃ সাকিব, ফাজিল ১ম বর্ষের শিক্ষার্থী মোঃ ঈসা ও ফাজিল ২য় বর্ষের শিক্ষার্থী মোঃ জাহেদুল ইসলাম।অনুষ্ঠানে দাখিল পরীক্ষার্থীদের মধ্য থেকে মানপত্র পাঠ করেন মোঃ জমির উদ্দিন।

পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Logo-orginal