, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

Avatar rtm

ডাকসু নির্বাচনের বয়সসীমা ৩০, কেন্দ্র থাকছে হলে

প্রকাশ: ২০১৯-০১-৩০ ১১:৪৮:৩২ || আপডেট: ২০১৯-০১-৩০ ১১:৪৮:৩২

Spread the love

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক করার পর স্নাতকোত্তর বা এমফিলে অধ্যয়নরত আছেন কিন্তু তফসিল ঘোষণার দিন পর্যন্ত বয়স ৩০ অতিক্রম করবে না-এমন শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে প্রার্থিতার সুযোগ পাচ্ছেন৷

যারা একাধিক স্নাতকোত্তর করছেন, তারাও সেই সুযোগ পাচ্ছেন৷ তবে পিএইচডি বা সান্ধ্যকালীন কোনো কোর্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী কোনোটিই হতে পারছেন না৷

অন্যদিকে বেশির ভাগ সংগঠনের দাবি সত্ত্বেও ভোটকেন্দ্রগুলো হচ্ছে আবাসিক হলেই৷

মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী ও নির্বাচনী আচরণবিধির বিষয়ে এসব সিদ্ধান্ত হয়৷

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এসব সিদ্ধান্তের কথা গণমাধ্যমকে জানান৷

মো. এনামউজ্জামান বলেন, ‘সান্ধ্যকালীন কোর্স, প্রফেশনাল, এক্সিকিউটিভ, স্পেশাল মাস্টার্স, ডিপ্লোমা, এমএড, পিএইচডি, ডিবিএ, ল্যাঙ্গুয়েজ কোর্স, সার্টিফিকেট কোর্স বা এ ধরনের অন্যান্য কোর্সে যারা অধ্যয়নরত আছেন তারা ভোটার বা প্রার্থী কোনোটিই হতে পারবেন না৷ ৩০ বছরের ঊর্ধ্বের শিক্ষার্থীরা যে কোর্সেই অধ্যয়নরত থাকুক না কেন, তারাও সেই সুযোগ পাবেন না৷ দেশে বা বিদেশে সরকারি বা বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষার্থীরাও ভোটার বা প্রার্থী হওয়ার সুযোগ পাবেন না৷ অধিভুক্ত কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভোটার বা প্রার্থী হতে পারবেন না৷’

পদাধিকার বলে সিন্ডিকেটের সাধারণ সম্পাদক মো. এনামউজ্জামান বলেন, ‘গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী, সংশ্লিষ্ট আবাসিক হলগুলোতেই হবে ভোটকেন্দ্র৷ ছাত্র সংগঠনগুলোর সুপারিশ ও সময়ের চাহিদা বিবেচনা করে কয়েকটি সম্পাদক ও সদস্যপদ সৃষ্টি করা হয়েছে৷ ডাকসুর সভাপতি হিসেবে উপাচার্যের ক্ষমতায় ভারসাম্য আনার বিষয়টি সিন্ডিকেট বিবেচনায় নিয়েছে৷ সিন্ডিকেটের কার্যবিবরণী অনুমোদিত হওয়ার পর বিষয়টি সম্বন্ধে বিস্তারিত জানানো যাবে৷’

নির্বাচন সামনে রেখে ২১ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিষদের বৈঠক হয়েছে৷ বৈঠকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিয়াশীল বিভিন্ন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষ নেতারা অংশ নেন৷ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ডাকসুর সভাপতি মো. আখতারুজ্জামান বলেছিলেন, ‘ছাত্রসংগঠনগুলোর দাবি-দাওয়া, ডাকসুর গঠনতন্ত্র সংশোধনী ও আচরণবিধি-সব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট৷’

পদ সৃষ্টি : গঠনতন্ত্র অনুযায়ী, পদাধিকারবলে ডাকসুর সভাপতি উপাচার্যসহ এর নির্বাহী কমিটি ২২ সদস্যবিশিষ্ট। এর মধ্যে তিনটি পদকে (কমন রুমবিষয়ক সম্পাদক, বিজ্ঞান কমন রুমবিষয়ক সম্পাদক ও নারী কমন রুমবিষয়ক সম্পাদক) এক করে শুধু ‘কমন রুমবিষয়ক সম্পাদক’ করা হয়েছে। এ ছাড়া একটি নতুন সম্পাদক পদ (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক) ও চারটি নতুন সদস্যপদ যুক্ত করা হয়েছে। ফলে ডাকসুর নির্বাহী কমিটির সদস্যসংখ্যা দাঁড়াচ্ছে ২৪।

রাইজিংবিডি

Logo-orginal