, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

Avatar rtm

বায়তুল ইজ্জত বর্ডার গার্ড স্কুলে ৫ দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-২৭ ২১:২৬:৩৪ || আপডেট: ২০১৯-০১-২৭ ২১:২৭:৫৮

Spread the love

চট্টগ্রামের সাতকানিয়ার বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলে ৫ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার এন্ড কলেজের রিক্রুট ট্রেনিং ব্যাটালিয়ন কমান্ডার এস এম আরিফুল ইসলাম এ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান শুধুমাত্র জয়-পরাজয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিযোগিতায় অবতীর্ণ খেলোয়াড়বৃন্দ অংশগ্রহণের মাধ্যমে তাদের মধ্যে জয়-পরাজয় মেনে নেয়ার উন্নত মানসিকতা সৃষ্টি হয় এবং একইসাথে উন্নত সমৃদ্ধ জীবন গঠনে শৃংখলা, নিয়মানুবর্তিতা ও সময়ানুবর্তিতা শিক্ষা লাভের সুযোগ ঘটে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহেরের পরিচালনায় ও সিনিয়র শিক্ষক মোঃ আবদুল আলীমের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুর ও মুর্চ্ছনায় প্রধান অতিথি জাতীয় পতাকা, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জামিলুর রহমান অলিম্পিক পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Logo-orginal